Vijay Varma: ‘গো হাগ ডে’ হল না, রাস্তায় গরু দেখেই সোহাগে ক্ষমা চাইলেন অভিনেতা বিজয় বর্মা

Vijay Varma: কেন্দ্র থেকে জারি করা এক নির্দেশিকায় দাবি করা হয়েছিল যে গরুকে জড়িয়ে ধরলে মানসিক সমৃদ্ধি হবে এবং মন খুশি থাকবে। তাই প্রেমদিবসে আলিঙ্গন করতে হবে গরুকে।

Vijay Varma: 'গো হাগ ডে' হল না, রাস্তায় গরু দেখেই সোহাগে ক্ষমা চাইলেন অভিনেতা বিজয় বর্মা
রাস্তায় গরু দেখেই সোহাগে ক্ষমা চাইলেন অভিনেতা বিজয় বর্মা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2023 | 11:59 AM

দিন কয়েক আগের ঘটনা। কেন্দ্র থেকে জারি করা এক নির্দেশিকায় দাবি করা হয়েছিল যে গরুকে জড়িয়ে ধরলে মানসিক সমৃদ্ধি হবে এবং মন খুশি থাকবে। তাই প্রেমদিবসে আলিঙ্গন করতে হবে গরুকে। শুরু হয়েছিল জোর বিতর্ক। অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের নির্দেশিকার বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে বিরোধীরা। যদিও ২৪ ঘণ্টার মধ্যেই প্রাণীকল্যান পর্ষদের তরফে ফের জানানো হয়, গরুকে আলিঙ্গনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। বোর্ড সচিম এসকে দত্ত এক নির্দেশিকার জানান সেই কথা। এবার ওই নির্দেশিকা নিয়েই কেন্দ্রকে পরোক্ষে খোঁটা অভিনেতা বিজয় বর্মা, যাঁকে ‘ডার্লিংস’ ছবিতে দেখেছেন আপনি। বিজয়ের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে গাড়ির সামনেই শিং উঁচিয়ে দাঁড়িয়ে এক গরু। সেই গরুকে ক্যামেরাবন্দি করে বিজয় লিখেছেন, “দুঃখিত, স্কিম বাতিল হয়ে গিয়েছে। কী যে বলি”। জানিয়েছেন, সে কারণেই নাকি গো-হাগ, হয়ে গিয়েছে নো-হাগ। আদর-সোহাগ সব দূর থেকেই। বিজয়ের এই রসবোধ দেখেই উচ্ছ্বসিত ভক্তরা। হয়েছে তারিফও। অনেকেই আবার দুঃখপ্রকাশ করেছেন ওই ক্যামেরা-বন্দি গরুর জন্য, হাজার হোক তারকার ‘হাগ’ থেকে বঞ্চিত হয়েছে সে।

‘গো-মাতা’র জড়িয়ে ধরা থেকে বঞ্চিত হলেও এই ভ্যালেন্টাইন্সডে’তে বিজয় যে একা এ কথা ভুলেও ভাববেন না। তাঁর জীবনে এখন বসন্ত। অন্তত ভিডিয়ো তাই বলেছিল। এ বছরের শুরুতে ভাইরাল হয়েছিল এক ভিডিয়ো। সেখানেই দেখা গিয়েছিল গোয়ায় এক পার্টিতে তামান্না ভাটিয়ার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করছেন বিজয়। তাঁদের চুম্বনের ছবিও বেশ ভাইরাল হয়েছিল। তখন থেকেই ছড়ায় গুঞ্জন।

View this post on Instagram

A post shared by Vijay Varma (@itsvijayvarma)

সম্পর্কের এখনও অফিসিয়াল শিলমোহর না দিলেও তাঁরা যে প্রেম লুকিয়ে রেখেছেন এমনটা কিন্তু নয়। ইভেন্টে গিয়ে হাতে হাত, একসঙ্গে ক্যামেরায় পোজ– এসব চলছেই। গানেই তো রয়েছে, ‘যব প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’? — তা যে গরুই হোক বা রক্তমাংসের মানুষ!