Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adil Khan Arrested: ধর্ষণ মামলায় জামিন খারিজ রাখির স্বামীর, কে করেছিলেন অভিযোগ

Rakhi Sawant: আদিল খানেরই জামিন খারিজ করল আদালত। কারণ সম্প্রতি কর্ণাটক পুলিশের কাছে নয়া অভিযোগ দায়ের করা হয়। এক ৩০ বছরের ইরানি মহিলা আদিলের কীর্তি ফাঁস করেন।

Adil Khan Arrested: ধর্ষণ মামলায় জামিন খারিজ রাখির স্বামীর, কে করেছিলেন অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2023 | 8:05 PM

রাখি সাওয়ান্তের অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছিল তাঁর স্বামী আদিল খানকে। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই খবর। রাখির অনুপস্থিতিতে পরকীয়া থেকে শুরু করে, তাঁর মায়ের চিকিৎসায় অসহযোগিতা, একের পর এক বিস্ফোরক অভিযোগ লিপিবদ্ধ হয় পুলিশের খাতায়। প্রকাশ্যে রাখি আদিলের বহু গোপন তথ্য ফাঁস করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন। পরবর্তীতে তাঁকে শুনতে হয়েছিলেন প্রাণে মেরে ফেলা হবে যদি তিনি এই প্রসঙ্গে মুখ খোলেন। আদিলের এই হুমকিতে থেমে থাকেননি রাখি সাওয়ান্ত। বারে বারে আদেবন জানিয়েছিলেন তাঁর স্বামীর যেন জামিন না হয়। এবার অতীতের ধর্ষণের অভিযোগ সামনে আসতেই আরও বিপাকে আদিল খান। প্রাথমিকভাবে রাখির অভিযোগের ভিত্তিতে আদিলের নামে ভারতীয় দন্ডবিধি ৪০৬, ৪২০, ৪৯৮ (A), আর ৩৭৭ ধারায় মামলা রুজু হয়।

এবার সেই আদিল খানেরই জামিন খারিজ করল আদালত। কারণ সম্প্রতি কর্ণাটক পুলিশের কাছে নয়া অভিযোগ দায়ের করা হয়। এক ৩০ বছরের ইরানি মহিলা আদিলের কীর্তি ফাঁস করেন। তাঁর কথায়, ৫ বছর আগে ভারতে এসেছিলেন তিনি। সেই সময় আদিল খানের সঙ্গে আলাপ। সম্পর্ক তাঁদের মধ্যে বাড়তে থাকলে আদিল প্রতিশ্রুতি দিয়েছিলেন বিয়ে করার।

এরপর টানা তিন বছরের সম্পর্কে বারে বারে অত্যাচারিত হতে হয়েছে তাঁকে। শারীরিক নির্যাতনের শিকার তিনি, পাশাপাশি বিয়ের প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি। রাখির মতো তিনিও জানান, তাঁর ব্যক্তিগত ছবি সোশ্যাল মি়ডিয়ায় ছড়িয়ে দেন আদিল খান। এরপরই নতুন ধারায় মামলা রুজু হয় আদিলের নামে। ভারতীয় দন্ডবিধি ৭৬, ৪১৭, ৪২০, ৫০৪ ও ৫০৬ ধারা যুক্ত হয়ে আদিলেন মামলার তালিকায়।