Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandipta Sen: ‘এই জন্যই জ্বর হয়েছিল’, সন্দীপ্তার কোন রহস্য ভেদ করলেন রূপাঞ্জনা

Viral Post: কমেন্ট বক্সে সেলেব মহল থেকে শুরু করে সাধারন মানুষ, সকলেই তাঁর এই পোস্টে প্রশংসা করতেন ভুললেন না। তবে রূপাঞ্জনা মৈত্র এবার ফাঁস করলেন করলেন কোন রহস্য

Sandipta Sen: 'এই জন্যই জ্বর হয়েছিল', সন্দীপ্তার কোন রহস্য ভেদ করলেন রূপাঞ্জনা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2023 | 7:29 PM

সন্দীপ্তা সেন, বরাবরই তিনি ঘুরতে বেশ পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ার বরাবরই সক্রিয় এই অভিনেত্রী, মাঝেমধ্যেই তাই ভ্রমণ ডায়েরি থেকে একটা দুটো ছবি পোস্ট করে থাকেন ভক্তদের জন্য। কখনও পাহাড়, কখনও বা সমুদ্র, কখনও বা একাকী বিদেশের মাটিতে সময় কাটানো, সন্দীপ্তার পায়ের তলায় যেন সরষে। ঘুরে বেড়াতে পারলে তিনি যেন আর কিছুই চান না। রকম-রকম পোশাকে পোজ দেওয়া থেকে নানান গানের সঙ্গে নিচে রিল শেয়ার করা, চুটিয়ে উপভোগ করেন প্রতিটা মুহূর্ত। এবার তেমনই এক ট্রিপের ছবি শেয়ার করলেন তিনি, যেখানে দেখা গেল বৃষ্টির মধ্যে সুইমিংপুলে জলকেলি করছেন সন্দীপ্তা। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ভাইরাল নেট দুনিয়ায়। সকলের নজর আবারও কাড়লেন অভিনেত্রী।

কমেন্ট বক্সে সেলেব মহল থেকে শুরু করে সাধারন মানুষ, সকলেই তাঁর এই পোস্টে প্রশংসা করতেন ভুললেন না। তবে রূপাঞ্জনা মৈত্র এবার ফাঁস করলেন করলেন কোন রহস্য। সম্প্রতি জ্বরে পড়েছিলেন সন্দীপ্তা সেন। সেই খবরের সূত্র ধরেই তিনি লিখলেন ‘এই জন্যই ত্বর হয়েছিল’। যদিও সন্দীপ্তা এখন দিব্যি আছেন। কাজ ও ঘোরা, এই দুই নিয়ে ব্যস্ত অভিনেত্রী। খুব একটা আলোচনা সমালোচনা অংশগ্রহণ করতে কোনওদিনই পছন্দ করতেন না সন্দীপ্তা। নিজের নিয়ে নিজে থাকতেই বরাবরই তিনি পছন্দ করেন। তাঁর কাজ তাঁর ব্যক্তিগত জীবন এই দুইয়ের মাঝে ব্যবধানটাও সুস্পষ্ট। এই দুই জীবন কখনও-ই একাকার করে ফেললেন না সন্দীপ্তা, পছন্দও করেন না তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা চর্চা হোক। যদিও সম্পর্কের খবর এখন আর চাপা থাকানি, মাঝেমধ্যে নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে থাকেন তিনি। যদিও কবে বিয়ে এই প্রশ্ন ভক্তরা বারংবার করলেও উত্তর দেননি এখনো অভিনেত্রী।

View this post on Instagram

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)