Tollywood News: প্রাক্তন রোহনের পথেই হাঁটছেন সৃজলা? রানা দগ্গুবতির সঙ্গে জড়াল নাম
Srijla Guha: এই বছর দুয়েক আগেও তাঁকে সবাই চিনতেন মডেল হিসেবে। তবে বিগত বেশ কিছু সময় ধরে অভিনেত্রী সৃজলা গুহের বৃহস্পতি কিন্তু তুঙ্গে...

এই বছর দুয়েক আগেও তাঁকে সবাই চিনতেন মডেল হিসেবে। তবে বিগত বেশ কিছু সময় ধরে অভিনেত্রী সৃজলা গুহের বৃহস্পতি কিন্তু তুঙ্গে। ধারাবাহিক তো বটেই একের পর কাজের অফার আসছে তাঁর কাছে। তবে এবার সূত্র জানাচ্ছে, প্রাক্তন প্রেমিক রোহন ভট্টাচার্যের মতো তিনিও নাকি পা বাড়িয়েছেন মায়ানগরী অর্থাৎ মুম্বইয়ে। হ্যাঁ। ঠিকই শুনেছেন। সব ঠিকঠাক থাকলে দক্ষিণী তারকা রানা দগ্গুবতির সঙ্গে দেখা যেতে পারে তাঁকে। তবে কোনও সিনেমা নয়। তিনি থাকতে পারেন, নেটফ্লিক্সের একটি সিরিজে। যদিও সৃজলা এ নিয়ে এক্কেবারে চুপ। টিভিনাইন বাংলার তরফে যোগাযোগ করা হলেও নায়িকা অধরাই। সিরিজের নামও ঠিক হয়ে গিয়েছে। নাম ‘সুলতনত’। পরিচালকের ভূমিকাতেও দেখা যাচ্ছে এক বাঙালিকেই। নাম কুনাল বসু। তবে অফিসিয়াল বিবৃতি না আসায় আপাতত সবটাই জল্পনা।
একদিকে সৃজলার মুম্বই উড়ানের গুঞ্জন, ওদিকে তাঁর প্রাক্তন প্রেমিক রোহন ভট্টাচার্যও কিন্তু পিছিয়ে নেই। এক হিন্দি ছবিতে দেখা যাবে তাঁকে। সম্প্রতি মুম্বইয়ে আসা যাওয়া বেশ বাড়িয়ে দিয়েছেন তিনি। আর ধারাবাহিকের গন্ডীতে আটকে থাকা নয়। বরং বড় পর্দায় এই পুজোতেও দেখতে পাওয়া যাবে তাঁকে। দেব অভিনীত ‘বাঘাযতীন’ ধারাবাহিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রোহন।
View this post on Instagram





