Tollywood Gossip: ‘কতটা যে নর্দমায় পড়ে আছে…’, ধর্ম নিয়ে কেন কটাক্ষের মুখে সন্দীপ্তা?
Tollywood Gossip: সন্দীপ্তা সেন-- বিতর্ককে খানিক দূরে রেখেই অবস্থান তাঁর। হঠাৎই তীব্র কটাক্ষের সম্মুখীন হতে হল তাঁকে। নেপথ্যে রয়েছে এই বিশেষ কারণ। বৃহস্পতিবার ছিল ঈদ। শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা।
সন্দীপ্তা সেন– বিতর্ককে খানিক দূরে রেখেই অবস্থান তাঁর। হঠাৎই তীব্র কটাক্ষের সম্মুখীন হতে হল তাঁকে। নেপথ্যে রয়েছে এই বিশেষ কারণ। বৃহস্পতিবার ছিল ঈদ। শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা। জমকালো পোশাকে নিজের ছবি শেয়ার করে তিনি লেখেন, “এই ঈদ আপনাকে শান্তি দিক, দিক আনন্দ ও খুশী।” এর পরেই শুরু হয় তীব্র কটাক্ষে। নেটিজেনদের একটা বড় অংশ সন্দীপ্তা ধর্ম টেনে নিয়ে তাঁকে করতে থাকেন নেতিবাচক সব মন্তব্য। এখানেই শেষ নয়, কুরবানী ঈদের কথা মনে করিয়ে দিয়ে একজন সন্দীপ্তার উদ্দেশে লেখেন, “যেই গরুর দুধ খায়, সেই গরুকেই খেলে শান্তি আসবে কী করে?” এখানেই শেষ নয়, সন্দীপ্তার ধর্ম নিয়েও চকে কাটাছেঁড়া।একজন লেখেন,”বাঙালি হিন্দুরা যে কতটা নর্দমায় পড়ে আছে তার একটি প্রমাণ!” যদিও অভিনেত্রী নীরব। ট্রোলিং নিয়ে তিনি মুখ যেমন খোলেননি। ঠিক তেমনই মুছে ফেলেননি নেতিবাচক মন্তব্যও।
প্রসঙ্গত, কিছু দিন আগেই সন্দীপ্তাকে নিয়ে রটেছিল মিথ্যে রটনা। রটেছিল অভিনেতা কৌশির রায়ের সঙ্গে নাকি জুটি বেঁধে নতুন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন তিনি। যদিও পরে সন্দীপ্তা টিভিনাইন বাংলাকে জানান, যা রটেছে তা মিথ্যে। তিনি বলেন, “না তো কোনও অফার এসেছে, না আমি ধারাবাহিকটি করছি। আমি সত্যি জানি না, কেন আমার নামে এটা রটেছে।” তিনি আরও যোগ করেন, “আমি আগেও বলেছি, আবারও বলেছি, আমি মেগা আ[পাতত কর তে চাইছি না। ওটিটিতে পরপর কাজ করছি। সেটাই আগামী বেশ কিছু সময় ধরে করতে চাই।” ‘নষ্টনীড়’ থেকে শুরু করে ‘শিকারপুর’– এ বছরটা বেশ ভাল ভাবেই শুরু হয়েছে তাঁর। একের পর এক কাজে ব্যস্ত তিনি। এরই মধ্যে কটাক্ষ, ট্রোলিং– এ তো সেলেব জীবনের অঙ্গ মাত্র।
View this post on Instagram