Subhashree Ganguly: ‘আসছে বড় ঝড়’, সকলকে তাড়াতাড়ি বাড়ি ফেরার আর্জি জানালেন শুভশ্রী
Tollywood Inside: রাজ চক্রবর্তী পরিচালিত জনপ্রিয় ছবি 'প্রলয় আসছে' এবার ওটিটিতে। মঙ্গলবার সকালেই 'সে আসছে' বলে পোস্ট শেয়ার করেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
রাজ্য জুড়ে নেমে গিয়েছে বর্ষা। তবে এবার আর বৃষ্টি অপেক্ষায় থাকতে হল না। প্রতিদিন নিয়ম করে বৃষ্টি হচ্ছে রাতভোর। তার মাঝেই এবার আবহাওয়া দফতরের খবর শেয়ার করলেন শুভশ্রী? সোশ্যাল মিডিয়ায় চমকে দিলেন অভিনেত্রী। হঠাৎই এক ভিডিয়ো শেয়ার করে জানালেন ভীষণ ঝড় আসছে। সকলেই যেন দ্রুত বাড়ি চলে যায়। এই খবর শুভশ্রী শেয়ার করতেই মুহূর্তে ভাইরাল হল ভিডিয়ো। তবে ঠিক কীসের ঝড়? সত্যি কি সুন্দরবন ও কলকাতায় ঝড় ধেয়ে আসছে? না, এমন কোনও পূর্বাভাস আদপে মেলেনি হাওয়া অফিস থেকে। এই ঝড় হল প্রলয়। অর্থাৎ রাজ চক্রবর্তী পরিচালিত জনপ্রিয় ছবি ‘প্রলয় আসছে’ এবার ওটিটিতে। মঙ্গলবার সকালেই ‘সে আসছে’ বলে পোস্ট শেয়ার করেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
ভিডিয়োতে শুভশ্রীকে বলতে শোনা গেল, আবহাওয়া দফতরের খবর। কলকাতাসহ সুন্দরবোন উপকূলবর্তী অঞ্চলে বিরাট ঝড় আসতে চলেছে। যার নাম রাখা হয়েছে ‘আবার প্রলয়’, তাই কেউ কোনও ঝুঁকি না নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যান। আর আবার প্রলয় সম্পর্কে আরও খবর জানতে চোখ রাখুন জি ফাইভ-এ। এবার আর ছবি নয়, ওটিটিতে মুক্তি পাবে এই সিরিজ়। চলছে কাজ, মুখ্য ভূমিকায় থাকছেন কারা, সেই নাম এখনও সামনে আসেনি।
মঙ্গলবার পরপর ব্রেকিং খবর সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। দুই সুখবরে দিনভর ট্রেন্ডে ছিলেন তাঁরা। যার মধ্যে অন্যতম হল, দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। তিনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেন। প্রাথমিকভাবে এই খবর নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, ভেবেছিলেন, হয়তো কোনও প্রোমোশন। তবে রাত হতেই সমস্ত কৌতুহলের পারদ ঠাণ্ডা করে টিভি ৯ বাংলায় মুখ খোলেন রাজ চক্রবর্তী। জানিয়ে দিয়েছিলেন সত্যি শুভশ্রী মা হতে চলেছেন। পরিকল্পিতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া। তাঁরা স্থির করেছিলেন ইউভানের তিন বছর হলেই তাঁরা সন্তান নেওয়ার পরিকল্পনা করবেন। সেই প্ল্যান মতোই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ডিসেম্বরেই পরিবারে আসবে নতুন সদস্য।
View this post on Instagram