যৌন হেনস্থার অভিযোগে দোষী ‘স্কুইড গেম’ খ্যাত অভিনেতা, মিলল কঠিন সাজা
যৌন হেনস্থার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন অভিনেতা। সুওন জেলা আদালতের সিওংনাম শাখা তাকে এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত অভিনেতা ও ইয়াং সু, যিনি ‘ওহ ইল নাম (প্লেয়ার ০০১)’ এবং ‘স্কুইড গেম’ সিরিজে কাজ করে গোটা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছেন, বর্তমানে তিনি জেল হেফাজতে। যৌন হেনস্থার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন অভিনেতা। সুওন জেলা আদালতের সিওংনাম শাখা তাকে এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
২০২২ সালে এক মহিলা এই অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেন। শোনা যায় ২০১৭ সালের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযোগ করা হয়েছিল। যদিও অভিনেতা অভিযোগটি অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। তবে আদালত তার বিরুদ্ধেই রায় প্রদান করে। আদালতের রায়ের পর, তিনি সাংবাদিকদের জানান, তিনি এই রায়ের বিরুদ্ধে আবেদন করবেন, পাশাপাশি এই দাবি করেন, তিনি অভিযোগকারিণীর থেকে ক্ষমা চেয়েছেন, কারণ তিনি চাননি বিষয়টি বেশি দূর গড়াক, যদিও আইনের কাছে কোনও অনুরোধই খাটেনি অভিনেতার।
৮০ বছর বয়সি এই অভিনেতা প্রায় পাঁচ দশক ধরে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ও টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত। তবে তার দীর্ঘ কেরিয়ারে এই বিতর্কিত ঘটনা অনেককে অবাক করেছে, এবং এখন আদালতের রায় তাকে দোষী সাব্যস্ত করেছে। আপাতত সব কাজ স্থগিত। কারাদণ্ডের কারণে বিভিন্ন প্রজেক্ট থেকে সরেও যেতে হচ্ছে তাকে।





