Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saswata-Jisshu: এবার হিন্দি সিরিজে পুলিশের চরিত্রে শাশ্বত, সঙ্গে ভিলেন যিশু

Hindi Series: এই সিরিজে দেখা যাবে ভোজপুরি ও বলিউডের অভিনেতা রবি কিষণকে। কলকাতার শীতের আমেজে জমিয়ে চলছে শুটিংয়ের কাজ। শাশ্বত চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘তালি’ সিরিজের ক্রিয়েটররা এই সিরিজেরও প্রযোজক। তবে সিরিজের নাম নিয়ে মুখ খুললেন না তিনি।

Saswata-Jisshu: এবার হিন্দি সিরিজে পুলিশের চরিত্রে শাশ্বত, সঙ্গে ভিলেন যিশু
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2023 | 1:34 PM

এক বাঙালি পরিচালকের সৌজন্যে আক্ষরিক অর্থে ‘প্যান-ইন্ডিয়ান’ হয়ে উঠেছিলেন এক বঙ্গ-অভিনেতা। পরিচালক সুজয় ঘোষের ‘কাহানি’র সূত্রে শাশ্বত ‘বব বিশ্বাস’ চট্টোপাধ্যায় সেই যে বলিউডে পা দিয়েছিলেন, তারপর থেকে এখনও পর্যন্ত একের পর এক ন্যাশনাল প্রজেক্টে আক্ষরিক অর্থেই বলে-বলে ছক্কা হাঁকিয়েছেন তিনি। শুধু বলিউডই নয়, শাশ্বতর অভিনয় প্রতিভা প্রকাশ পাচ্ছে দক্ষিণের ছবিতেও। সম্প্রতি বাংলার একটি ওয়েব সিরিজ ‘পর্ণশবরীর শাপ’-এর স্পেশ্যাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। কলকাতায় ইদানীং তাঁকে বেশ দেখতে পাওয়া যাচ্ছে। সেই প্রসঙ্গে অভিনেতার উত্তর, “আপাতত কলকাতায় একটি হিন্দি ওয়েব সিরিজের শুটিংয়ের কাজে রয়েছি।” কি সেই ওয়েব সিরিজ, TV9 বাংলাই প্রথম জানিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত একটি হিন্দি ওয়েব সিরিজে কাজ করছেন। এবং সেই প্রসঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, “এই সিরিজে আবার আমি একজন পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করছি, ভিলেনের চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত।”

প্রসঙ্গত এই সিরিজের পরিচালক রোহন ঘোষ। ইতিমধ্যেই রোহন ‘কালী’, ‘নাম দময়ন্তী’ নামক সিরিজ করেছেন। এবার এই নতুন হিন্দি সিরিজের শুটিংয়ের কাজ করছেন কলকাতা ও শহরের বিভিন্ন শহরতলিতে। এই সিরিজে দেখা যাবে ভোজপুরি ও বলিউডের অভিনেতা রবি কিষণকে। কলকাতার শীতের আমেজে জমিয়ে চলছে শুটিংয়ের কাজ। শাশ্বত চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘তালি’ সিরিজের ক্রিয়েটররা এই সিরিজেরও প্রযোজক। তবে সিরিজের নাম নিয়ে মুখ খুললেন না তিনি।

প্রসঙ্গত কিছুদিন আগে ‘আবার প্রলয়’ সিরিজে শাশ্বত চট্টোপাধ্যায়কে অ্যাকশন দৃশ্যে দেখে আপ্লুত দর্শকরা। এই সিরিজও অ্যাকশন দৃশ্যে দেখা যেতে পারে শাশ্বত চট্টোপাধ্যায়কে, এমনই খবর সিনেপাড়ায়। আরও একটি প্রসঙ্গ না বললেই নয়। শাশ্বত চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি খুবই উচ্ছ্বসিত দক্ষিণ ভারতীয় ছবিতে তাঁর কাজ নিয়ে। ছবির নাম ‘কল্কি 2898এডি’। মাল্টি রার এই ছবিতে তাঁকে দেখা যাবে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, প্রভাস ও কমল হাসানের সঙ্গে কাজ করতে। তাঁর এই ছবির শুটিংয়ের কাজ কি শেষ? এই প্রশ্নের উত্তরে শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, “ছবির কাজ কিছুটা বাকি রয়েছে, কমল হাসানের ডেট পাওয়া গেলে বাকিটা শেষ হয়ে যাবে।” তিনি আরও জানান, তিন ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন তিনি। অভিজ্ঞতা একটিই, “কলকাতায় কাজ হয় শুধুমাত্র প্রতিভা দিয়ে, নাহলে এখানের স্বল্প পরিসরে এই কাজ সম্ভবই নয়।”

প্রসঙ্গত ‘কল্কি 2898এডি’ ছবিটি পুরাণের গল্প থেকে উদ্বুদ্ধ হয়ে একটি ছবি। অবশ্যই শাশ্বত চট্টোপাধ্যায়ের কেরিয়ারে নতুন পালক বলা যেতেই পারে। যদিও এর আগেও ক্যাটরিনা, রনবীর, অনিল কাপুরের সঙ্গেও ছবি করে ফেলেছেন। তবে এই মুহূর্তে শাশ্বত চট্টোপাধ্যায় এই শহরের বিভিন্ন এলাকায় তাঁর আগামী হিন্দি সিরিজের শুটিং করছেন। কলকাতার শুটিংয়ের পর ভারতের অন্য জায়গাতেও এই সিরিজের শুটিংয়ের কাজ চলবে। আশা করাই যায়, এই সিরিজের গল্পে অনেকটা অংশ বাংলার কাহিনি থাকবে। আপাতত দর্শকদের একটু ধৈর্য ধরতে হবে বলিউড থেকে দক্ষিণের ইন্ডাস্ট্রিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের নতুন কাজ দেখার জন্য।