Deol Family: দেওল পরিবারে বিয়ে, খুশির মেজাজে মাতোয়ারা ধর্মেন্দ্র-সানিরা
Deol Family: পাত্রী কে? না, পাত্রী ইন্ডাস্ট্রির কেউ নন। সূত্র জানাচ্ছে, করণের প্রেমিকা বহু দিনের। মূলত তিনি দুবাইয়ে থাকেন। সূত্র আরও জানাচ্ছে ইতিমধ্যেই নাকি সারা হয়ে গিয়েছে বাগদান।

দেওল পরিবারে খুশির হাওয়া। পরিবারে সুসংবাদ, বেজেছে বিয়ের সানাই। বিয়ে করছেন সানি দেওলের ছেলে করণ দেওল। এই জুনেই বিয়ে করবেন তিনি। পাত্রী কে? না, পাত্রী ইন্ডাস্ট্রির কেউ নন। সূত্র জানাচ্ছে, করণের প্রেমিকা বহু দিনের। মূলত তিনি দুবাইয়ে থাকেন। সূত্র আরও জানাচ্ছে ইতিমধ্যেই নাকি সারা হয়ে গিয়েছে বাগদান। সূত্র এও জানাচ্ছে ঠাকুরদা ধর্মেন্দ ও ঠাকুরমা প্রকাশ কউরের বিবাহবার্ষিকীর দিনেই নাকি পরিবারের সকলের উপস্থিতিতে নাকি বাগদান হয়ে গিয়েছে সারা। বাবা ও দাদুর মতো করণও যুক্ত বলিউডের সঙ্গে। ২০২১ সালে তাঁর ডেবিউ হয়। ছবির নাম ছিল ‘পল পল দিল কে পাস’। কাকু অভয় দেওলের সঙ্গে ওই ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। ছবিতে করণ ছাড়াও দেখা গিয়েছিল মৌনী রায় ও অন্যা সিংকে।
ছবিটির প্রযোজক ছিলেন অজয় দেবগণ। ছবিটির পরিচালক ছিলেন বাবা সানি দেওল নিজেই। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এক তেলুগু ছবিরই হিন্দি ভার্সন ছিল এই ছবি। তবে ছবিটি হিট হয়নি। বলিউডে এখনও নিজের প্রতিপত্তি স্থাপন করতে পারেননি করণ। তবে ছবিকে পরিচালনা করে এ নিয়ে মুখ খুলেছিলেন সানি। ছেলের জন্মদিনে তাঁকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “পরিচালক হিসেবে আমি তোমাকে অনেক জোর করেছিলাম। হিমালয়ের শৃঙ্গ চড়ে ফেলেছ। বরফ জমা হ্রদে ঝাঁপ দিয়েছ। পাথরে আটকে গিয়েছ, কিন্তু তুমি থেমে থাকনি। কারণ তুমি আমায় বিশ্বাস করেছ, দ্বিতীয় বার আমাকে প্রশ্ন করোনি।” এখানেই থামেননি তিনি।
View this post on Instagram
গর্বিত বাবা ছেলের জন্মদিনে আরও লেখেন, “পরিচালক হিসেবে যখন তোমায় এগুলো করাচ্ছিলাম। বাবা হিসেবে তোমাকে নিয়েই বেশ চিন্তা হচ্ছিল। আর পরিচালক হিসেবে তোমার প্রতি আমার শ্রদ্ধা ক্রমশই বাড়ছিল। তুমি কোনওদিন কোনও শর্টকাট নাওনি। তাই জীবনে অনেক উন্নতি করবে তুমি। আমি জানি কাজটা খুব একটা সোজা নয়। এগিয়ে যাও। বড়দের সম্মান কর। যা সঠিক, তার পাশে দাঁড়াও। শুভ জন্মদিন।” বাবা হিসেবে ছেলেকে ছবিতে লঞ্চ করার জন্য সে সময় বেশ নিন্দা হয়েছিল সানির। তবে আপাতত গোটা পরিবার মন দিয়েছে বিয়েতে। জুনের তো আর বেশিদিন বাকি নেই।





