Alia Bhatt: ক্লান্ত, কিন্তু খুশি, নিজের ইনস্টা স্টোরিতে কেন এই কথা জানালেন আলিয়া?
Alia Bhatt: প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এর প্রথম পর্যায়ের শুটিং করতে। আবার ফিরে নিজের প্রযোজনা সংস্থার ছবি ‘ডার্লিং’-এর কাজ।
বলিউড-হলিউড প্রায় ‘ডেইলি প্যাসেঞ্জারি’ করছেন আলিয়া ভাট (Alia Bhatt)। মাঝে দিল্লি। বিয়ের পর থেকে একমুহূর্ত ছুটি নেই তাঁর। বিয়ের পর পরই দিল্লিতে গিয়েছিলেন করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র শুটিং করতে। ফিরেই ছুট হলিউডে। প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এর প্রথম পর্যায়ের শুটিং করতে। আবার ফিরে নিজের প্রযোজনা সংস্থার ছবি ‘ডার্লিং’-এর কাজ। মা-মেয়ের গল্প নিয়ে তৈরি এই ছবিতে আলিয়ার মায়ের ভূমিকায় দেখতে পাওয়া যাবে শেফালি ছায়াকে। এখন আবার হলিউডে তিনি। ছবির দ্বিতীয় অধ্যায়ের কাজ করতে। এর সঙ্গে রয়েছে তাঁর নতুন ছবি ‘ব্রক্ষ্মাস্ত্র’-র প্রচার। ফলে বিশ্রাম হচ্ছে না। আজ তিনি তাঁর ইনস্টা স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে তিনি বিছানায় শুয়ে সেলফি তুলছেন। সঙ্গে ক্যাপশনে ক্লান্তির সঙ্গে আনন্দও হচ্ছে, সেই কথা ভাগ করেছেন অনুরাগীদের সঙ্গে।
সদ্য মুক্তি পেয়েছে ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির ট্রেলার। সেই নিয়ে তিনি খুব খুশি। এই ছবির শুটিং থেকেই শুরু হয়েছিল তাঁর এবং রণবীর কাপুরের প্রেম। প্রায় পাঁচ বছর প্রেম করার পর তাঁরা সাত পাকে বাঁধা পড়েন। এবার সেই ছবি মুক্তির অপেক্ষায়। হলিউডে ছবির শুটিংয়ের মাঝে ক্লান্ত আলিয়া সেই আনন্দেই ভাগ করলেন। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ক্লান্ত শরীরের ছবি শেয়ার করে আলিয়া ক্যাপশন দিয়েছেন, “হার্ট অফ স্টোন-এর আরেকটি দুর্দান্ত দিন – তাই খুব খুব ক্লান্ত। পাশাপাশি আমাদের ব্রহ্মাস্ত্র-এর প্রতি সকলের ভালবাসায় খুব খুব খুব খুশিও। সমস্ত ব্যথা দূর হয়েছে আপনাদের সকলের ভালবাসায়।” তিনি এর সঙ্গে একটি হার্ট স্টিকারও যোগ করেছেন। এই ছবি তৈরি হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মের জন্য। মুক্তি পাবে নেটফ্লিক্সে।
৯ সেপ্টেম্বর ২০২২ মুক্তি পাবে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবির প্রথম পর্ব। অয়নের জন্য এই ছবি খুবই গুরুত্বপূর্ণ। রণবীর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন একবার। নিজের কেরিয়ারের প্রায় অনেকটা সময় অয়ন দিয়েছেন এই ছবির জন্য। দাবি ছিল রণবীরের। রণবীর-আলিয়ার জন্যও এই ছবি খুব কাছের। এখান থেকেই আলিয়ার স্বপ্নের রাজপুত্তুরের সঙ্গে আলাপ, বন্ধুত্ব, প্রেম। সেই অর্থে দুজনের ভালবাসার ছবি ব্রক্ষ্মাস্ত্র। আর সেই জন্য শত ক্লান্তিতে নিজের খুশির কথা জানিয়েছেন আলিয়া।