Kota Factory Season 2 : কোটা ফ্যাক্টরি সিজিন ২ আসছে নেটফ্লিক্সে
ভারতের প্রথম সাদা-কালো ওয়েব সিরিজ হিসেবে লেবেল্ড হওয়া কোটা ফ্যাক্টরি শেষমেশ দর্শকদের মনে অমরত্ব পেয়েছিল। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ভৈভব, মীনাল, জিতু ভাইয়া ফের আসছে। এবার নেটফ্লিক্সে,আসন্ন সেপ্টেম্বরে।

‘ভো জিন্দেগি ভি জিন্দেগি হি ক্যা,
জিসমে না ইয়ার হে,’
TVF-এর ফ্যানদের জন্য সুখবর! Kota Factory Season 2 আসছে সেপ্টেম্বরে। Season 2 প্রিমিয়ার হবে নেটফ্লিক্সে (Netflix)। এই মাসেই TVF-এর Hostel Dayz-এর Season 2 প্রিমিয়ার হয়েছিল অ্যামাজন প্রাইমে (Amazon Prime)। এবার নেটফ্লিক্সে আসতে চলেছে বহু চর্চিত ওয়েব সিরিজ কোটা ফ্যাক্টরি।
#KotaFactory season 2 is ready for September 2021 premiere on NETFLIX. pic.twitter.com/0JxHMFhwgL
— LetsOTT GLOBAL (@LetsOTT) August 6, 2021
প্রথম সিজিনের পর কেটে গেছে প্রায় ২৮ মাস। কোটা ফ্যাক্টরির প্রথম সিজিন এসেছিল ২০১৯ সালে, ইউটিউবে। পাঁচ এপিসোডের এই সিরিজটি দর্শকদের সাথে এতটাই একাত্ম হয়ে গেছিল যে আজও অনেকেই ভুলতে পারেনি ‘ম্যাঁ বোলা হে’-এর সুর। বেজে উঠল না? হ্যাঁ, ঠিক এতটাই ভালবাসা পেয়েছে কোটা ফ্যাক্টরি। নতুন নতুন বাচ্চাদের নিয়ে করা একটা সিরিজ জায়গা করে নিয়েছিল বাচ্চা থেকে মধ্যবয়স্ক সবার মনে।
সিরিজের অন্যতম মুখ্য চরিত্র ছিল ‘জিতু স্যার’। ২১ দিনের অভ্যেস। ‘এক্কিশ দিন মে কোয়ি ভি আদাত লাগ শাক্তা হে অর ছুট ভি শাক্তা হে।’ এই কথাটার সত্যতা যাচাই যে দর্শকদের মধ্যে একটা গরিষ্ঠ সংখ্যা করেনি তা একেবারেই নয়। জিতেন্দ্র কুমার নিজের সহজ সরল অভিনয় দিয়ে সব চরিত্রই এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, সে পঞ্চায়েতেই (Panchayat) হোক কিংবা যে কোন TVF Shorts, মানুষ তাঁকে সব সময়ই মনে রেখে দেয়।
প্রায় একই কাস্ট নিয়েই শুট শুরু করেছিল কোটা ফ্যাক্টরি ক্রু। ভূপাল আর মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চলে অধিকাংশ শুট করা হয়েছিল। শুট চলেছিল সেপ্টেম্বর ২০২০ থেকে জানুয়ারি ২০২১ পর্যন্ত। ভারতের প্রথম সাদা-কালো ওয়েব সিরিজ হিসেবে লেবেল্ড হওয়া কোটা ফ্যাক্টরি শেষমেশ দর্শকদের মনে অমরত্ব পেয়েছিল। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ভৈভব, মীনাল, জিতু ভাইয়া ফের আসছে। এবার নেটফ্লিক্সে,আসন্ন সেপ্টেম্বরে।





