Arjun Kapoor: অর্জুন কি ওটিটি বিমুখ! বিতর্ক উষ্কে ছবি-ওয়েবের ফারাক নিয়ে ভাইরাল মন্তব্য
OTT Platform: অর্জুন জানান, আমি ওটিটিতে যা করব, আমি থিয়েটারে তা করতে পারি না। সুতরাং, এটি খুব সুক্ষ্ম তফাতের বিষয়...।
অভিনেতা অর্জুন কাপুরের হাতে এখন বেশ কয়েকটি প্রজেক্ট। একের পর এক ছবির প্রস্তাব পাচ্ছেন, যে ধরনের কাজ তিনি এতদিন করতে চেয়েছিলেন। তাই তাঁর কথায় তিনি দিব্যি আছেন। অর্জুন কাপুরের লক্ষ্যে কি সেই কারণেই থাকছে না ওটিটি প্ল্যাটফর্ম! সম্প্রতি এই নিয়ে মুখ খুলে তিনি জানান, এখন চলচ্চিত্রে যে ধরণের কাজ পাচ্ছেন তাতে তিনি সন্তুষ্ট। শুধু তাই নয়, দুটো ক্ষেত্রেই কাজের যে ফারাক তা নিয়ে মন্তব্য করতেও তিনি পিছপা হননি। তবে কি অর্জুন ওটিটি বিমুখ! উঠছে প্রশ্ন।
অর্জুনের শেষ তিনটি ছবি – সন্দীপ অর পিঙ্কি ফারার অ্যামাজন প্রাইম ভিডিয়োতে, সরদার কা গ্র্যান্ডসন নেটফ্লিক্সে এবং ভূত পুলিশ ডিজনি প্লাস হটস্টারে প্রিমিয়ার হয়েছে, কিন্তু তিনি এখনও পর্যন্ত কোনও সিরিজে অভিনয় করেননি। এই প্রসঙ্গে অর্জুনের মত, আমি একটানা শুটিং করছি। একটা সময় আমার কাছে এই সংক্রান্ত কাজ আসেনি। তবে বর্তমানে যে ধরনের ছবিতে কাজ করছেন তিনি, তা নিয়ে বেশ খুশিতেই রয়েছেন। যার ফলে ওটিটি-তে আলাদা করে কোনও উৎসাহের বিষয় এখনও খুঁজে পাননি অর্জুন কাপুর। অর্জুন কাপুরের মত, যে তিনি ওটিটি-তে পা রাখার জন্য একটি ভিন্ন স্বাদের খোঁজে রয়েছেন, যা তাঁকে আকর্ষিত করবে। একটি সম্পূর্ণ ভিন্ন ইন্টরেস্ট পয়েন্ট তিনি খুঁজে পাওয়ার অপেক্ষায় দিন গুণছেন।
অর্জুন আরও জানান, “আমি ওটিটিতে যা করব, আমি থিয়েটারে তা করতে পারি না। সুতরাং, এটি খুব সুক্ষ্ম তফাতের বিষয়। আমি চলচ্চিত্রে যা খুঁজছি তার থেকে এটিকে নিঃসন্দেহে আলাদা হতে হবে… কখনও কখনও মনের মত একটা কাজ, যা আপনাকে তৃপ্তী দেবে, তা পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়,”।
অভিনেতা বর্তমানে সাসপেন্স জ্যঁরের দ্য লেডি কিলারের শুটিং করছেন, যেখানে রয়েছেন ভূমি পেডনেকারও। সেকশন ৩৭৫ খ্যাত অজয় বাহল পরিচালনা করছেন এই ছবিটি। ইতিমধ্যেই বেশ কিছুটা অংশ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে শ্যুট করা হয়েছে। “আমি একটি ছবি দ্য লেডি কিলারের শুটিং শুরু করেছি। নিঃসন্দেহে যা নিয়ে আমি খুব উত্তেজিত. ভূমি এবং অজয়ের সঙ্গে কাজ করাটা এক কথায় অসাধারণ। এটা খুব বাস্তব একটা ছবি,” জানান অর্জুন।
তাঁর অন্যান্য ছবিগুলির মধ্যে রয়েছে মোহিত সুরি পরিচালিত এক ভিলেন রিটার্নস, যা সম্ভাব্য ৯ জুলাই মুক্তি পাবে এবং পরবর্তী ছবি বিশাল ভরদ্বাজের ছেলে আসমান ভরদ্বাজের ফিচার ডিরেক্টরিয়াল ডেবিউ কুট্টে। ইতিমধ্যেই অভিনেতা দুটি সিনেমার শুটিং শেষ করেছেন। “এক ভিলেন রিটার্নস একটি সঠিক মোহিত সুরির মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার। বক্স অফিসে ভাল ফল করতে ও দর্শক মনে জায়গা করে নিতে যা যা লাগে, সব উপকরণই এই ছবিতে রয়েছে। ছবিকে ভীষণ যত্ন দিয়ে তৈরি করা হয়েছে। মোহিত আমাকে বিশেষভাবে এই ছবিতে দেখানোর চেষ্টায় ছিলেন মরিয়া, তাই হয়েছে। যার ফলে আমিও দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায়, ” এই ছবিতে জন আব্রাহাম, তারা সুতারিয়া এবং দিশা পাটানিও অভিনয় করেছেন।