‘সাইনার খুঁটিনাটি সব কিছু ব্লটিং পেপারের মত শুষে নিয়েছিলাম’, ছবি রিলিজের আগে বললেন পরিণীতি চোপড়া

সাইনা হয়ে ওঠা পরিণীতি চোপড়ার পক্ষে মোটেই খুব একটা সহজ ছিল না। পর্দায় সাইনাকে ফুটিয়ে তুলতে পরিণীতি হায়দ্রাবাদে সাইনার বাড়ি গিয়েছিলেন।

'সাইনার খুঁটিনাটি সব কিছু ব্লটিং পেপারের মত শুষে নিয়েছিলাম’, ছবি রিলিজের আগে বললেন পরিণীতি চোপড়া
পরিণীতি-সাইনা
Follow Us:
| Updated on: Mar 24, 2021 | 12:33 PM

ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সাইনা নেহওয়ালের বায়োপিক নিয়ে ছবি বানিয়েছেন পরিচালক আমল গুপ্তে। সাইনার চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। প্রযোজক ভূষণ কুমার। গত বছরেই ছবিটি তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু অতিমারির কারণে ছবিটি রিলিজ করা সম্ভব হয়নি। অবশেষে ২৬ মার্চ ছবিটি রিলিজ করছে।

সাইনা হয়ে ওঠা পরিণীতি চোপড়ার পক্ষে মোটেই খুব একটা সহজ ছিল না। তিলে তিলে নিজেকে তৈরি করেছেন। পর্দায় সাইনাকে ফুটিয়ে তুলতে পরিণীতি হায়দ্রাবাদে সাইনার বাড়ি গিয়েছিলেন। বেশ কয়েকটা দিন তাঁর সঙ্গে কাটিয়েছেন। ব্লটিং পেপারের মত শুষে নিয়েছেন সাইনার সমস্ত কিছু। সাইনা কীভাবে কথা বলে, খাওয়ার সময় কোন হাত ব্যবহার করে, কোনও ম্যাচ জিতলে বা হারলে তাঁর মুখের অভিব্যক্তি কেমন হয়ে যায়, কেমন করে সাইনা ঘুমোয়,কেউ কোনও কথা বললে কীভাবে তাকায়—খুঁটিনাটি সব কিছু আয়ত্ত করেছেন পরিণীতি। একটি সাক্ষাৎকারে পরিণীতি বলেছেন, “আমি সাইনার ব্যাপারে প্রায় কিছুই জানতাম না। কিন্তু ওর সঙ্গে আলাপ হওয়ার পর আমি ওর ছায়াসঙ্গী হয়ে যাই। নিজেকে বলি,যেভাবেই হোক ভেতর থেকে আমায় সাইনা হয়ে উঠতেই হবে। আসলে, আগে নিজের কাজ নিয়ে এত কিছু ভাবতাম না। প্যাক আপ হলে বাড়ি চলে যেতাম। কিন্তু এখন আমার কাজের প্রতি মনোভাব বদলে গিয়েছে। আমি এখন যে চরিত্রে অভিনয় করি,সেই চরিত্রটা আমার মাথায় ঘুরতে থাকে। আমি এখন বুঝি,সামান্যতম ভুল হলে সেই দায় আমার।আবার ভাল করলেও সেই সাফল্যও আমার। এই প্রসেসটাই আমি এখন উপভোগ করছি।”

পরিণীতি যেমন সাইনাকে শুষে নিয়েছেন,সাইনাও পরিণীতিকে অনেক সাহায্য করেছেন। পরিণীতি বলেছেন, “শুটিং চলাকালীন আমি যখনই সাইনাকে ফোন করতাম বা টেক্সট করতাম,ও তখনই আমায় রিপ্লাই করত। একটুও বিরক্ত হত না। কত খুঁটিনাটি জিনিস আমি জানতে চেয়েছি, সাইনা ধৈর্য নিয়ে আমায় সব কিছু জানিয়েছে। কথায় কথায় যেমন জানতে পেরেছি ও শাহরুখ খানের ভক্ত। ওর প্রেম-জীবন,কীভাবে পারুপল্লি কাশ্যপের সঙ্গে ওর বিয়ে হয়েছিল। আমরা ছবিতে এগুলো রেখেওছি।”

আরও পড়ুন:দু’বার কাস্টিং কাউচের শিকার হয়েছেন অঙ্কিতা, অভিনেত্রীর নিশানায় নামজাদা অভিনেতা

পরিণীতি জানিয়েছেন এই ছবিতে সাইনার জীবন-যাপন একটু ফিল্মি কায়দায় দেখানো হলেও এই ছবি সাইনার প্রকৃত বায়োপিক হয়ে উঠতে পেরেছে।