বাংলাদেশে স্ত্রী-কন্যা-বন্ধুরা, উৎকণ্ঠায় সৃজিত, ‘ওঁরা এখন…’
Sheikh Hasina: শান্তির ডাক দিয়েছেন সৃজিত। ওদিকে তাঁর স্ত্রী অভিনেত্রী রফিয়াৎ রাশিদ মিথিলা ও মেয়ে আইরা এই মুহূর্তে বাংলাদেশে। সেখানে এখন যা অবস্থা নিরাপদে আছেন তো তাঁরা? উত্তাল অবস্থায় যোগাযোগ করা কি সম্ভব হয়েছে?
প্রতিরোধের মুখে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী পদ থেকে। ভারতের উদ্দেশেই রওনা দিয়েছেন তিনি। সেখান থেকে যেতে পারেন লন্ডন। এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গড়ছে সেনা। এ হেন অশান্ত অবস্থায় বাংলাদেশের সার্বিক অবস্থা ও পরিবার নিয়ে টিভিনাইন বাংলার সঙ্গে এক্সক্লুসিভলি কথা বললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, যিনি সে দেশের ‘জামাই’ ও বটে! গোটা ঘটনা নিয়ে কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে নিজের নানা মত ব্যক্তি করেছেন সৃজিত। আজ হাসিনার ইস্তফায় কী প্রতিক্রিয়া তাঁর?
সৃজিতের কথায়, “বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে যা ঘটেছে তা অনভিপ্রেত। আমি তো এই নিয়ে ফেসবুকে লিখেওছিলাম– নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর গুলি চালানো বর্বরতার নিদর্শন। যে ছাত্রছাত্রীরা মারা গিয়েছেন তাঁরা তো সরকারী বিরোধী আন্দোলনে নামেনি প্রথমে। তাঁদের দাবি ছিল একেবারেই অন্য। তবে যা ঘটেছে কয়েক দিন ধরে আজ তারই প্রতিফলন ঘটল মাত্র। কারণ, দিনের শেষে মানুষই কথা বলে। ইতিহাস সাক্ষী, মানুষেরই জয় হয়। আর এ ক্ষেত্রেও তাই-ই হয়েছে। ইতিমধ্যেই এত হিংসে ছড়িয়েছে, এত মানুষ প্রাণ হারিয়েছেন। তাই যা দরকার তা হল শান্তি। বাংলাদেশের দায়িত্ব যার হাতেই বর্তাক না কেন, যেন সেটি বজায় থাকে, এটাই চাইব।”
শান্তির ডাক দিয়েছেন সৃজিত। ওদিকে তাঁর স্ত্রী অভিনেত্রী রফিয়াৎ রাশিদ মিথিলা ও মেয়ে আইরা এই মুহূর্তে বাংলাদেশে। সেখানে এখন যা অবস্থা নিরাপদে আছেন তো তাঁরা? উত্তাল অবস্থায় যোগাযোগ করা কি সম্ভব হয়েছে? সৃজিতের কথায়, “হ্যাঁ যোগাযোগ হয়েছে। ওঁরা এখন নিরাপদেই আছেন। শুধু স্ত্রী-সন্তানই নয়, আমার অনেক বন্ধু আছে আমার ওই দেশে। আমার পরের ছবির নায়ক চঞ্চল চৌধুরী বাংলাদেশের। একটাই জিনিস চাই তাঁরা যেন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন। আর কোনও বিপদের আঁচ যেন তাঁদের গায়ে না লাগতে পারে।”