উত্তেজনার পারদ আরও বাড়াল প্রভাসের ‘রামচন্দ্র’ লুক!

ছবির শুটিংয়ের প্রথম দিনে ঘটে যায় এক বড় দুর্ঘটনা। ২ ফেব্রুয়ারি বিকেল ৪টে ১৩ মিনিট নাগাদ আগুন লেগে যায় ‘আদিপুরুষ’-এর সেটে। আগুন লাগার সময় ৫০-৬০ জন কর্মী ছিল রেট্রো মাঠে। মুম্বইয়ের গুরগাঁওয়ের ইনইর্বিট মলের পিছনে সেট তৈরি হয়েছিল।

উত্তেজনার পারদ আরও বাড়াল প্রভাসের ‘রামচন্দ্র’ লুক!
‘রামচন্দ্র’ লুক!
Follow Us:
| Updated on: Feb 22, 2021 | 4:19 PM

সম্প্রতি প্রভাসের ‘আদিপুরুষ’-এর লুক এল প্রকাশ্যে। দাড়ির কোনও চিহ্নমাত্র নেই প্রভাসের গালে। তবে মোটা গোঁফে এক রেট্রো লুকে দেখা গিয়েছে প্রভাসকে। ক্যাজুয়াল আউটফিট, মাথায় ‘দেব আনন্দ’ স্টাইলের এক টুপি। চোখে ব্রাউন সানগ্লাস। মাস্ক থুতনির কাছে নামানো। কিছুদিন আগেই ‘রাধেশ্যাম’ ছবির শুটিং শেষ করেছেন এবং প্রভাসের এ লুক ‘আদিপুরুষ’-এর জন্যই তা ছবি দেখে বুঝতে খুব একটা অসুবিধে হচ্ছে না।

আরও পড়ুনস ২২ বছরের টিকটক তারকার রহস্যমৃত্যু! আত্মহত্যা, অনুমান পুলিশের

Adipurush

পরিচালক ওম রাউতের ছবি ‘আদিপুরুষ’-এ রামের চরিত্রে অভিনয় করছেন প্রভাস। এবং রাবণ-এর চরিত্রে রয়েছেন সইফ আলি খান। আর সীতার চরিত্রে দেখা যাবে কৃতি শ্যানন। ‘শুভ শক্তির সামনে অশুভ শক্তির পরাজয়’ এই কাহিনীকে ভিত্তি করেই পরিচালক ওম রাউত তৈরি এই পৌরাণিক সিনেমা। ‘বাহুবলি’, ‘বাহুবলি-২’ এর পর আরও এক বার পৌরাণিক চরিত্রে দর্শকরা দেখবেন প্রভাস কে।

‘আদিপুরুষ’-এর শুটিং চলছে। তবে ‘বাবা’ হওয়ার দরুণ প্যাটারনিটি ব্রেকে রয়েছেন সইফ আলি খান। গোটা ছবি মোশন ক্যাপচার টেকনোলজিতে (এক পদ্ধতি যা বস্তু অথবা অভিনেতার নড়াচড়াগুলোকে নির্ণয় করে এবং সেগুলো ডিজিটালি রূপান্তর করে) শুটিং হবে। মূলত, আন্তর্জাতিক ছবিতে এই উন্নত মানের প্রযুক্তি ব্যবহৃত হয়। বেশ বড় বাজেট নিয়ে মাঠে নামতে চলেছে প্রযোজনা সংস্থা। গ্রাফিক্স এবং স্পেশ্যাল এফেক্টসে ভরপুর হতে চলেছে ‘আদিপুরুষ’।

প্রভাাস, সইফ ও কৃতি ছাড়াও ছবিতে রয়েছেন সানি সিং নিজ্জর। তবে কোন চরিত্রে তিনি অভিনয় করছেন তা অবশ্য জানা যায়নি।

View this post on Instagram

A post shared by Prabhas (@actorprabhas)

ছবির শুটিংয়ের প্রথম দিনে ঘটে যায় এক বড় দুর্ঘটনা। ২ ফেব্রুয়ারি বিকেল ৪টে ১৩ মিনিট নাগাদ আগুন লেগে যায় ‘আদিপুরুষ’-এর সেটে। আগুন লাগার সময় ৫০-৬০ জন কর্মী ছিল রেট্রো মাঠে। মুম্বইয়ের গুরগাঁওয়ের ইনইর্বিট মলের পিছনে সেট তৈরি হয়েছিল।