গতিবিধি বোঝার জন্য নিকের পেছনে ‘চর’ পাঠিয়েছিলেন প্রিয়াঙ্কা!

২০১৬ সালে হঠাৎই একদিন প্রিয়াঙ্কাকে টুইটারে মেসেজ করেন নিক। নাম্বার আদান প্রদান হয়।

গতিবিধি বোঝার জন্য নিকের পেছনে ‘চর’ পাঠিয়েছিলেন প্রিয়াঙ্কা!
প্রিয়াঙ্কা ও নিক জোনাস
Follow Us:
| Updated on: Feb 11, 2021 | 5:08 PM

দিন দুয়েক আগেই প্রকাশ পেয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বই ‘আনফিনিশড’, আর প্রকাশ পেতেই তা থেকে বেরিয়ে আসছে চমকপ্রদ নানা তথ্য। সম্প্রতি তারই প্রচারে এসে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন প্রিয়াঙ্কা। স্বামী নিকের গতিবিধি বোঝার জন্য তাঁর পেছনে সিকিউরিটি পাঠিয়েছিলেন তিনি। স্বীকার করলেন অভিনেত্রী নিজেই।

২০১৬ সালে হঠাৎই একদিন প্রিয়াঙ্কাকে টুইটারে মেসেজ করেন নিক। নাম্বার আদান প্রদান হয়। অস্কারের আফটার পার্টিতে বেশ ভাল সময়ও কাটান তাঁরা । শুরু হয় প্রেম। প্রেমের ঠিক এক সপ্তাহ পর প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে দেখা করার জন্য মুম্বই উড়ে আসেন নিক। প্রিয়াঙ্কা ব্যস্ত ছিলেন।

আরও পড়ুন:মান্যতার হাতের খাবার খেয়েই নাদিয়াকে ছেড়ে তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন ‘মুগ্ধ’ সঞ্জয়

নিক প্রিয়াঙ্কার মা মধু চোপড়াকে নিয়েই লাঞ্চে চলে যান।প্রিয়াঙ্কার কথায়, “যারা আমায় চেনেন তাঁরা জানেন আমার কন্ট্রোল ইস্যু রয়েছে। নিক আমার মাকে লাঞ্চে নিয়ে যাবে শুনে অবাকই হয়েছিলাম। কারণ সে সময় মাত্র এক সপ্তাহ হয়েছে আমরা ডেট করা শুরু করেছি। সেই কারণেই ওর বডি ল্যাঙ্গুয়েজ পড়ার জন্য আমি আমার সিকুইরিটি পাঠিয়ে দিই। ছবিও তুলে আনতে বলি।

আরও পড়ুন:বলিউডে কোন ‘বড়’ ছবি দিয়ে শুরু হচ্ছে সিনেমা হলে রিলিজ-যাত্রা?

সে পরীক্ষায় যদিও ভাল মার্কস পেয়েই পাশ করেছিলেন নিক। ২০১৮ সালে রাজকীয় ভাবে বিয়ে সারেন নিক-প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা নিকের থেকে দশ বছরের বড়। তা নিয়ে নানা সময়ে উড়ে এসেছে নানা মন্তব্য। তাতে অবশ্য ভাঁটা পড়েনি প্রেমে। সময়ের সঙ্গে তা গভীর হয়েছে আরও।