Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছিল পরকীয়ার গুঞ্জন! বিবাহবার্ষিকীর দিন রাহুলকে নিজের ‘অধিকার’ বুঝিয়ে দিলেন প্রীতি

Tollywood Gossip: ইন্ডাস্ট্রিতে সুখী জুটিদের মধ্যে তাঁর অন্যতম কিছু দিন আগেই রাহুলের বোনের বিয়ে ছিল। এলাহি আয়োজন হয়েছিল সেই বিয়ের। বাইপাসের ধারে বিধাননগরের কাছাকাছি এক বিবাহবাসরে হয়েছিল অনুষ্ঠান।

ছিল পরকীয়ার গুঞ্জন! বিবাহবার্ষিকীর দিন রাহুলকে নিজের 'অধিকার' বুঝিয়ে দিলেন প্রীতি
রাহুলকে নিজের অধিকার বুঝিয়ে দিলেন প্রীতি!
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2024 | 5:04 PM

তাঁদের নিয়ে নানা রটনা। মাঝেমধ্যেই শোনা যায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রীতি বিশ্বাস ও রাহুল মজুমদারের মধ্যেকার সম্পর্ক নাকি একেবারেই ভাল নেই। কিছু মাস আগেই রাহুলের সঙ্গে এক সহঅভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন নিয়ে কম আলোচনা হয়নি। তবে সে সব অতীত। চার বছরের বিবাহবার্ষিকীতে এই সব গসিপকেই একেবারে চুপ করিয়ে দিলেন ওঁরা। শুধু কি তাই? নিজের অধিকারও স্বামীকে বুঝিয়ে দিলেন প্রীতি। স্ত্রীর সঙ্গে মিষ্টি কয়েকটি ছবি শেয়ার করেছেন রাহুল। লিখেছেন, “চতুর্থ বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা। এইভাবে ঝগড়া করতে থাম আর এই ভাবে ভালবাসতে থাক। অনেকটা ভালবাসি।” প্রীতিকে ঝগড়ুটে বলেছেন রাহুল! তা প্রীতি মুখ বুজে মেনে নেবেন এমন ধারণাও ভুল। পাল্টা উত্তর দিয়েছেন তিনিও। পাল্টা ভালবাসা ফিরিয়ে দিলেও নিজের অধিকার নিয়ে সোচ্চার তিনিও। তাঁর কথায়, “আমিও তোমায় ভীষণ ভালবাসি আমার ঝগড়ুটে বর। ঝগড়া তো করবোই, এটা বউদের জন্মগত অধিকার। তুমি কি সেটা জানো না?”

ইন্ডাস্ট্রিতে সুখী জুটিদের মধ্যে তাঁর অন্যতম কিছু দিন আগেই রাহুলের বোনের বিয়ে ছিল। এলাহি আয়োজন হয়েছিল সেই বিয়ের। বাইপাসের ধারে বিধাননগরের কাছাকাছি এক বিবাহবাসরে হয়েছিল অনুষ্ঠান। ইন্ডাস্ট্রির বন্ধুরাও ছিলেন আমন্ত্রিত। দীপান্বিতা রক্ষিত থেকে শুরু করে মিষ্টি সিং, দেখা গিয়েছিল চেনা মুখদের। তবে বিয়ের অনেকটাই দায়িত্বই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন প্রীতি। বাড়িতে বিয়ে বলে কথা! ভালবাসার বিয়ে তাঁদের।

২০১৭ সালে ‘রং-রুট’ বলে এক বাংলা ছবির সেটে রাহুলের সঙ্গে প্রথম আলাপ প্রীতির। সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম। ২০২০ সালের ১০ই ফেব্রুয়ারি সাত পাক ঘোরেন দুজনে। এখনও যদিও একসঙ্গে ছোট পর্দায় কাজ করতে দেখা যায়নি তাঁদের। আগামী দিনে তাঁরা একসঙ্গে কাজ করেন কিনা এখন সেটাই দেখার।