‘আমার প্রথম হিরোইনের সঙ্গে…,’ কার দিকে ইঙ্গিত করলেন রাজ?

সোহম চক্রবর্তী এবং প্রিয়ঙ্কা সরকার অভিনীত ‘কলকাতার হ্যারি’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন রাজ।

'আমার প্রথম হিরোইনের সঙ্গে...,' কার দিকে ইঙ্গিত করলেন রাজ?
রাজ চক্রবর্তী।
Follow Us:
| Updated on: Jan 30, 2021 | 7:55 PM

শেষ জানুয়ারির দুপুরে প্রথম হিরোইনের সঙ্গে হঠাৎ দেখা হল পরিচালক তথা প্রযোজক রাজ চক্রবর্তীর (Raj Chakrabarty)। দেখা হওয়া সেলিব্রেট করতেই যেন ছবি তুললেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সেই বিশেষ মানুষটির পরিচয় দিলেন প্রথম হিরোইন হিসেবে। বাস্তবিকই তিনি রাজের প্রথম হিরোইন। তিনি কে জানেন তো?

তিনি অর্থাৎ অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। রাজের পরিচালিত প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’। সে ছবিতেই প্রিয়ঙ্কার সঙ্গে প্রথম কাজ করেছিলেন তিনি। প্রিয়ঙ্কা এবং রাহুল বন্দ্যোপাধ্যায়ের জুটিকে প্রথম বড়পর্দায় নিয়ে এসেছিলেন রাজ। বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল সে ছবি।

রাজ লিখেছেন, ‘…ওর সঙ্গে প্রথম যখন দেখা হয়, যে সরলতা ছিল এখনও ওর মধ্যে সেই সরলতাই বজায় রয়েছে। আমি যদি এখন আবার ‘চিরদিনই’ তৈরি করি, ও ঠিক আগের মতোই পারফর্ম করতে পারবে।’

সোহম চক্রবর্তী এবং প্রিয়ঙ্কা সরকার অভিনীত ‘কলকাতার হ্যারি’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন রাজ। শনিবার তারই শুটিংয়ে প্রিয়ঙ্কার সঙ্গে এই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিচালক।

আরও পড়ুন, সোশ্যাল মিডিয়ায় দর্শিলকে খোলা চিঠি লিখলেন রেনে!