সংসারে সুখবর, প্রথম সন্তানের অপেক্ষায় রাজা-মধুবনী
অগস্ট মধুবনীর জন্মমাস। গত অগস্টেই জানতে পারেন, সন্তান আসছে।
TV9 বাংলা ডিজিটাল: ২০২০ পৃথিবী জোড়া বিপদ ডেকে এনেছে। বেশিরভাগ মানুষের কাছে এই বছরটা নেগেটিভ। কিন্তু যাঁদের কাছে এই বছরটা পজিটিভ, সেই তালিকায় নাম তুলে ফেললেন তারকা দম্পতি রাজা (Raja Goswami wife) এবং মধুবনী (Madhubani Goswami)। প্রথম সন্তানের (celeb baby news) অপেক্ষায় রয়েছেন তারকা জুটি।
মধুবনী যে প্রথমবারের জন্য মা (pregnant) হতে চলেছেন, তা এখনও পর্যন্ত জানেন ঘনিষ্ঠ কয়েকজন। করোনা পরবর্তী পরিস্থিতিতে লকডাউন পর্বে খুব সচেতন ভাবেই ফ্যামিলি প্ল্যানিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। অগস্ট মধুবনীর জন্মমাস। গত অগস্টেই জানতে পারেন, সন্তান আসছে।
মধুবনীর কথায়, “২০২০ বছরটা আমাদের সকলের কাছে নেগেটিভ বছর। বিবিধ ক্ষতি হচ্ছে সব দিকে। আমি আর রাজা ভেবেছিলাম, এই নেগেটিভিটিটাকে পজিটিভিটিটে নিয়ে যাব কী করে। আমদের মনে হয়েছিল, নেগেটিভিটিটাকে পজিটিভিতে টার্ন ওভার করার এটাই সেরা সময়। কাজেরও তেমন প্রেশার নেই। লকডাউনে কারও কাজ ছিল না। দু’জনেই সুন্দর করে সময় দিতে পারব। যে যার মতো সিরিয়ালে কাজ করলেও আমরা একসঙ্গে যাত্রা করি। সেটা খুব সময়সাপেক্ষ। এই সময়টা কাজ না থাকায় নিজেকে অনেক বেশি সময় দিতে পারব। আমি ২৪ বছর বয়সে বিয়ে করেছিলাম। ৪-৫ বছরের মধ্যে প্ল্যান করব ভেবেছিলাম। ভগবানের আশীর্বাদে আমার জন্মমাস অগস্টেই খবরটা পেয়েছি। সেটাই এই বছর আমার বার্থডে গিফট।”
‘ভালবাসা ডট কম’ নামের ধারাবাহিকে প্রথম একসঙ্গে কাজ করেছিলেন রাজা এবং মধুবনী। এরপর একে একে ‘চিরদিনই আমি যে তোমার’, ‘কোজাগরী’, ‘সত্যমেব জয়তে’-র মতো ধারাবাহিকে কাজ করেন রাজা। এখন তিনি ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করছেন। অন্যদিকে ‘সাত ভাই চম্পা’, ‘ফাগুন বউ’, ‘ভানুমতির খেল’ ধারাবাহিকে অভিনয় করেছেন মধুবনী। পুজোর আগেই নিজস্ব সালোঁর সূচনা করেছেন। সে কাজ নিয়ে ব্যস্ত তিনি। এই মুহূর্তে নতুন কোনও ধারাবাহিকের কাজ শুরু করবেন না বলে জানালেন। সন্তানের জন্মের পর ফের কাজে ফেরার ইচ্ছে রয়েছে তাঁর।