নগ্ন ছবি ঘিরে সোশ্যালে মিম! কী বললেন মিলিন্দ?

সুপারমডেল এবং অভিনেতা ছাড়াও মিলিন্দের আরও একটি পরিচয় হল, তিনি ম্যারাথন রানার।

নগ্ন ছবি ঘিরে সোশ্যালে মিম! কী বললেন মিলিন্দ?
এমনই মজার মিমে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।
Follow Us:
| Updated on: Dec 15, 2020 | 2:25 PM

TV9 বাংলা ডিজিটাল: গোয়ার সমুদ্রের ধারে নগ্ন হয়ে দৌড়চ্ছেন তিনি। ৫৫ বছরের (Milind Soman age) জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় এমন একটা ছবি পোস্ট করেছেন মডেল-অভিনেতা মিলিন্দ সোমন (Milind Soman)। দিনভর সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সদস্যরা। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বহু অনুরাগী। কিন্তু মিলিন্দের নগ্ন ছবি ছিল আলোচনার কেন্দ্রে। তাই সোশ্যাল মিডিয়া ভরে উঠল মজাদার মিমেও (Milind Soman memes)।

মিলিন্দ নিজের নগ্ন ছবি পোস্ট করেছেন। তাই তাঁকে সাহায্য করার জন্য বলিউড অভিনেতা সোনু সুদকে ট্যাগ করে পোস্ট করা হয়েছে। লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য উদ্যোগী হয়েছিলেন সোনু। তাঁর সাহায্যেই বহু মানুষ ঘরে ফিরেছেন। শ্রমিকদের খাবারের ব্যবস্থাও করেছিলেন তিনি। সে কারণেই এই মিমে মজা করে লেখা হয়েছে, “সোনু স্যারের কাছে অনুরোধ, গরীব এবং যাঁর প্রয়োজন, তাঁকে বস্ত্র দান করুন।”

আবার অন্য একটি মিমে একটি গেঞ্জি এবং আন্ডারওয়্যারের ছবি পোস্ট করে মিলিন্দকে ট্যাগ করে লেখা হয়েছে, “আমার তরফ থেকে উপহার”। কেউ বা মিমে পাঁচ বছরের শিশুর সঙ্গে তুলনা করেছেন মিলিন্দের।

তবে ক্যামেরার সামনে নগ্ন হওয়া মিলিন্দের প্রথমবার নয়। ১৯৯০ নাগাদ মধু সাপ্রের সঙ্গে সাপ জড়িয়ে একটি জুতোর বিজ্ঞাপনেও নগ্ন হয়েছিলেন তিনি। মিমে উঠে এসেছে সে প্রসঙ্গও। সে সময়ের বিজ্ঞাপনী ছবিটি এবং সদ্য পোস্ট করা মিলিন্দের ছবি শেয়ার করে লেখা হয়েছে, “যেমন ভাবে শুরু হয়েছিল, আর যেমন চলছে।”

আবার কেউ বা মানব বিবর্তনের ছবির শেষে মিলিন্দের সদ্য শেয়ার করা ছবি জুড়ে মিম তৈরি করেছেন। যদিও এ সব নিয়ে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কোনও প্রতিক্রিয়া দেননি মিলিন্দ। তবে জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মিলিন্দ লিখেছেন, “আমাকে ভালবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনার ভালবাসায় ৪নভেম্বর দিনটা স্পেশ্যাল হয়ে উঠেছিল আমার কাছে। বিশেষ ভাবে স্পেশ্যাল করে তুলেছে অঙ্কিতা। ও অনেক সারপ্রাইজ দিয়েছে। আর আমার জন্মদিনটা মজায় ভরিয়ে তুলেছে। কথায় যতটা প্রকাশ করা যায়, তার থেকেও বেশি তোমাকে ভালবাসি।”

সুপারমডেল এবং অভিনেতা ছাড়াও মিলিন্দের আরও একটি পরিচয় হল, তিনি ম্যারাথন রানার। গোয়ার বিচেও জন্মদিনের দিন স্ত্রীয়ের সঙ্গে ১২ কিলোমিটার দৌড়েছেন তিনি। স্ত্রী অঙ্কিতা কোনওয়ার ছবি পোস্ট করে মিলিন্দকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন।

অঙ্কিতার সঙ্গে মিলিন্দের বয়সের পার্থক্য অনেকটাই। প্রায় ২৯ বছর। তাই বিয়ের সময় চর্চায় ছিল এই জুটির বয়স। রীতিমতো ট্রোলড হতে হয় তাঁদের। ট্রোলিংয়ে কোনওদিনই পাত্তা দেন না মিলিন্দ। ফলে তাঁর নগ্ন ছবি ঘিরে যে মিম চর্চায় ব্যস্ত সোশ্যাল মিডিয়া, তাতেই কোনও পাত্তা দিচ্ছেন না। আপাতত কয়েকটা দিন গোয়ায় একেবারে নিজের মতো করে কাটাচ্ছেন মিলিন্দ। পরিবারের সঙ্গে ভাল থাকাটাই তাঁর প্রায়োরিটি।