‘করোনা ভাগ যা ইহাসে…’, ভিডিয়ো ভাইরাল হতেই রাখির জুটল কটাক্ষ

দিন কয়েক আগেই রাখির মায়ের অস্ত্রোপচার হয়েছে। ক্যানসার হয়েছে তাঁর। শরীর থেকে বাদ দিতে হয়েছে এক পেল্লাই সাইজের ক্যানসারাস টিউমার। রাখি জানিয়েছেন, আগের থেকে ভাল আছেন তাঁর মা। চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন।

'করোনা ভাগ যা ইহাসে...', ভিডিয়ো ভাইরাল হতেই রাখির জুটল কটাক্ষ
রাখীর আসল নাম নীরু সাওয়ান্ত। বাবা ছিলেন ওরলি পুলিশ স্টেশনের কনস্টেবল। মা কাজ করতেন হাসপাতালে নিরাপত্তারক্ষা কর্মী হিসেবে। মুম্বইয়ের চাল অঞ্চলে জন্ম নেওয়া রাখী ছোট থেকেই নাচতে খুব ভালবাসতেন।
Follow Us:
| Updated on: Apr 23, 2021 | 3:13 PM

তিনি নিজেই নিজেকে দাবি করেন ‘এন্টারটেনার’ হিসেবে। তাঁর কথা বলা, স্টাইলে মাতিয়ে রাখেন ভক্তদের। তবে এ বার ‘অবিবেচক’ কাজের জন্য নেটমাধ্যমে চরম কটাক্ষের মুখে পড়লেন রাখি সাওয়ান্ত।

সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে মাস্ক নামিয়ে রাখি নিজস্ব নাটকীয় ভঙ্গিতে বলছেন, “এ করোনা তু ভাগ যা ইহাসে, ভাগ যা…”। আপাতদৃষ্টিতে মজার মনে হলেও ওই ভিডিয়ো ভাইরাল হতেই রাখিকে একহাত নিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন– হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ‘বন্দিশ ব্যান্ডিটস’ খ্যাত অভিনেতার

তাঁদের বক্তব্য, গোটা দেশ জুড়ে যখন তিন লক্ষর বেশি আক্রান্ত, অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছেন মানুষ, হাসপাতালে বেড নেই… বারেবারে মাস্ক পরতে বলছেন ডাক্তাররা, সেই জায়গায় দাঁড়িয়ে রাখি কী করে মাস্ক খুলে শুধুমাত্র ‘ফুটেজ’-এর আশায় এমনটা করতে পারেন? রাখি যদিও এখনও পর্যন্ত এ নিয়ে মন্তব্য করেননি।

দিন কয়েক আগেই রাখির মায়ের অস্ত্রোপচার হয়েছে। ক্যানসার হয়েছে তাঁর। শরীর থেকে বাদ দিতে হয়েছে এক পেল্লাই সাইজের ক্যানসারাস টিউমার। রাখি জানিয়েছেন, আগের থেকে ভাল আছেন তাঁর মা। চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন।