আবারও বিয়ের পিঁড়িতে রাখি সাওয়ান্ত! নিজেই জানালেন অভিনেত্রী

এর আগে বিগবস হাউজ থেকে বেরিয়ে রাখি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, মায়ের সঙ্গে ফোনে কথা হলেও স্বামী রিতেশের সঙ্গে কথা হয়নি। রাখি জানান রিতেশকে তিনি ফোন করেছেন। কিন্তু তিনি ধরেননি। মেসেজ করেছেন। কিন্তু রিতেশ তা এখনও সিন করেননি।

আবারও বিয়ের পিঁড়িতে রাখি সাওয়ান্ত! নিজেই জানালেন অভিনেত্রী
রাখি।
Follow Us:
| Updated on: Apr 01, 2021 | 2:14 PM

আবারও বিয়ে করছেন ড্রামা কুইন রাখি সাওয়ান্ত? নিজেই মুখ খুললেন বিগবস প্রতিযোগী। কিন্তু, পাত্র কে? রাখি জানাচ্ছেন তাঁরই স্বামী রিতেশকেই আবার বিয়ে করার প্ল্যানে তিনি।

এক সাক্ষাৎকারে রাখি বলেন, “রিতেশ আমায় জানিয়েছে ও আবারও আমায় বিয়ে করতে চায়। কিন্তু এ বার আর সকলের অগোচরে নয়। বরং লোক জানিয়ে, সবার সম্মতিতেই আবারও বিয়ের পিঁড়িতে বসতে চায় ও।” রাখির দাবি, ইতিমধ্যেই নাকি তাঁকে এবং তাঁর স্বামীকে এক রিয়ালিটি শো’র অফার দেওয়া হয়েছে। কথা বার্তাও চলছে। রাখির কথায়, “রিতেশ একজন বড় ব্যবসায়ী। যদি ও শো’টি করতে রাজি হয় বা আবারও বিয়ে করে আমায় তবে ওকে এ দেশে আসতে হবে। সে ক্ষেত্রে প্রায় তিন-চার মাসের জন্য ওর কাজ থেকে ছুটি নিতে হবে রিতেশকে।”

রাখি জানান, তিনি ‘বিতর্কিত’ বলেই নাকি এতদিন সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তাঁর স্বামী। কিন্তু বর্তমানে তাঁদের সম্পর্কের উন্নতি হয়েছে। কথা বার্তাও হয় নিয়মিত। ভিসা নিয়ে সমস্যার ফলেই নাকি এ দেশে আপাতত আসতে পারেছেন না রিতেশ। তাঁর কথায়, “আমাদের মধ্যে যাবতীয় সমস্যা মিটে গিয়েছে। ওর প্রথম বিয়ে নিয়ে কথা বলতেও রিতেশের আর আপত্তি নেই।” বিগবস ১৪- এর পর রাখি আবারও লাইললাইটে। এর আগে বিগবস হাউজ থেকে বেরিয়ে রাখি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, মায়ের সঙ্গে ফোনে কথা হলেও স্বামী রিতেশের সঙ্গে কথা হয়নি। রাখি জানান রিতেশকে তিনি ফোন করেছেন। কিন্তু তিনি ধরেননি। মেসেজ করেছেন। কিন্তু রিতেশ তা এখনও সিন করেননি।

রাখির স্বামীকে নিয়ে নেটিজেনদের কৌতূহল আজকের নয়। বিগবসের বাড়িতে নানা রকমের কাণ্ড-কারখানার পাশপাশি রাখি এবং তাঁর ‘অদৃশ্যমান স্বামী’ রিতেশের প্রসঙ্গ এসেছে বারবার। রাখি বারেবারেই দাবি করেছেন তিনি বিবাহিত। তাঁর স্বামী রিতেশ প্রবাসী। কিন্তু তাঁর এক সন্তান এবং স্ত্রী রয়েছে বলে তিনি ক্যামেরার সামনে আসতে চান না।

প্রথম প্রথম রাখির বিয়ে তা তাঁর পাবলিসিটি স্টান্ট হিসেবে গণ্য হলেও রাখির বন্ধু আরশি খান এবং কমেডিয়ান ভারতী সিং রাখির স্বামীকে ভিডিয়ো কলে দেখার কোথা প্রকাশ্যে আনলে তা কিছুটা হলেও নেটিজেনদের কাছে বিশ্বাসযোগ্য হয়। বিগবস শেষে বিয়ের প্রসঙ্গে রাখি বলেন, “আমার বিয়ে অনেকের কাছেই হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। জানি না ভবিষ্যৎ আমাদের জন্য কী লিখে রেখেছে। তবে আমি যদি সত্যি বিবাহিত না হতাম তা হলে কেন বিবাহিত হওয়ার দাবি করতাম? আমি বিবাহিত কিনা আরশি এবং ভারতীও জানেন।” অবশেষে রিতেশের প্রকাশ্যে এসে বিয়ের কথা স্বীকার করে নেওয়ার ইচ্ছে প্রকাশের ঘটনায় খুশি অভিনেত্রীর অনুরাগীরা।

&nb

sp;