১৭ বছর পর, কার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর কাপুর

Ranbir Kapoor: বর্তমান যুগের পরিচালকদের নিয়েও নানা মন্তব্য করতে শোনা যায় তাঁকে। যেখানে তালিকা থেকে বাদ পড়েননি সঞ্জয়লীলা ভনসালি। সদ্য রণবীর কাপুর ও আলিয়া ভাট তাঁদের আগামী ছবির নাম ঘোষণা করেছেন, সঞ্জয়লীলার ফ্রেমে দ্বিতীয়বার পর্দায় আসতে চলেছেন তাঁরা।

১৭ বছর পর, কার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর কাপুর
Follow Us:
| Updated on: Nov 24, 2024 | 5:18 PM

চলতি বছরের শুরুতেই রণবীর কাপুর বলিউডের এক বায়োপিক নিয়ে ইচ্ছে প্রকাশ করেছেন। আর তা হল তাঁর ঠাকুরদা রাজকাপুরের জীবনী। সঞ্জু ছবির বায়োপিকের পর তিনি আবারও এক বায়োপিক নিয়ে নিজের মত প্রকাশ করেছিলেন। তাঁর কথায়, আজ যদি বেঁচে থাকতেন রাজ কাপুর, তবে তিনি নিঃসন্দেহে তার সঙ্গে মদ্যপান করলেন, আড্ডা দিতেন, জীবন নিয়ে গল্প করতেন। রাজকাপুরের জীবনী নিয়ে লেখা বই রাজ কাপুরঃ দ্য মাস্টার অ্যাট ওয়ার্ক প্রকাশনীতে এসে এই প্রসঙ্গে মুখ খোলেন রণবীর কাপুর। পাশাপাশি বর্তমান যুগের পরিচালকদের নিয়েও নানা মন্তব্য করতে শোনা যায় তাঁকে। যেখানে তালিকা থেকে বাদ পড়েননি সঞ্জয়লীলা ভনসালি। সদ্য রণবীর কাপুর ও আলিয়া ভাট তাঁদের আগামী ছবির নাম ঘোষণা করেছেন, সঞ্জয়লীলার ফ্রেমে দ্বিতীয়বার পর্দায় আসতে চলেছেন তাঁরা। ১৭ বছর পর।

ছবির নাম, লাভ এ্যণ্ড ওয়ার। গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ অভিনেতা এসে সেই প্রসঙ্গেই মুখ খুললেন। বললেন, “সঞ্জয় আমার গডফাদার। অভিনয় নিয়ে আমি যতটা জানি, অধিকাংশটাই ওঁর থেকে শেখা। ১৭ বছর পরেও অনুভূতিটা একই। আমি ওঁকে ভীষণ শ্রদ্ধা করি। ওঁর মধ্যেও তেমন কোনও পরিবর্তন আসেনি। ভীষণ পরিশ্রমী, ছবি ছাড়া আর কিছুই বোঝেন না। ছবি নিয়ে কথা বলতে চান, চরিত্র নিয়ে কথা বলতে চান।”

যদিও অতীতে সেই পরিচালককে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন রণবীর? নাকি সবটাই ছিল প্রশংসা, ঠিক কী বললেন কাপুর-সন? রণবীরের কথায়, “আমি যখন ব্ল্যাক ছবিতে সহপরিচালক হিয়েবে কাজ করি, তখন সঞ্জয় লীলা ভনসালি আমাদের মারতেন, তাচ্ছিল্য করতেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, তবে এটাই ভবিষ্যতে গোটা বিশ্বের মুখোমুখি হওয়ার জন্য সঠিক শিক্ষা ছিল।” বর্তমানে সেই পরিচালকের ক্যামেরা সস্ত্রীক রণবীর। শীঘ্রই শুরু হবে ছবির কাজ। ২০২৫ সালে তা মুক্তি পাবে পর্দায়।