‘আমায় খুব জোরে…’, ৯ বছর বয়সে মন্দিরে কী ঘটে রণবীরের সঙ্গে?
Ranbir Kapoor: বলিউডের প্রথম সারিক নায়ক রণবীর কাপুর। সোনার চামচ মুখেই নিয়ে জন্মেছেন তিনি। কাপুর পরিবারের সন্তান তিনি। বাবা ঋষি কাপুর মোটেও নরম ছিলেন না। পান
বলিউডের প্রথম সারিক নায়ক রণবীর কাপুর। সোনার চামচ মুখেই নিয়ে জন্মেছেন তিনি। কাপুর পরিবারের সন্তান তিনি। বাবা ঋষি কাপুর মোটেও নরম ছিলেন না। পান থেকে চুন খসলেই জুটত মার। এমনই এক ঘটনার কথা শেয়ার করেছেন রণবীর। মাত্র ৯ বছর বয়সে মন্দিরে কী ঘটেছিল তাঁর সঙ্গে? তা নিয়ে অকপট রণবীর। রণবীরের কথায়, “বাবা এক বার ভীষণ জোরে মেরেছিল আমায়। আরকে স্টুডিয়োয় দীপাবলির পুজো ছিল। বাবা প্রচন্ড ঈশ্বরবিশ্বাসী। আমার তখন আট কি নয় হবে। আমি জুতো পরেই মন্দিরে চলে গিয়েছিলাম। আমাকে ভীষণ জোরে মেরেছিলেন বাবা তাও আবার মাথায়।” ঋষি কাপুরের মেজাজের শিকার ফিল্মি দুনিয়ার অনেকেই হয়েছেন। তালিকাটা খুব একটা ছোট নয়।
স্ত্রী নিতু কাপুর যদিও একেবারেই আলাদা। অনেক শান্ত তিনি। মা নিতুর কথায় ছেলে রণবীর অনেকটাই তাঁর মতো। অনেক শান্ত, ধীর স্থির তিনি। তাঁর কথায়, “আমার দুই সন্তানই খুব ভাল। জোরে কথা কেউই বলে না। ঋষির দেওয়া মূল্যবোধ নিয়ে বড় হয়ে উঠেছে ওঁরা। সেই মূল্যবোধ রণবীরের মেয়ে রাহার মধ্যেও যাবে আশা করছি। ওঁরা মানুষকে সম্মান করেন, পয়সাকে সম্মান করে।”
নিতু যোগ করেন, “ঋষিজি সবসময় ওদের পকেট মানি দিতেন। কিন্তু বেশি কিছুই দিত না। যদি বেশি লাগত তবে আমি তা দিতাম।” ২০২০ সালে ক্যানসারে মৃত্যু হয় ঋষি কাপুরের। তাঁর মৃত্যুতে বলিউড হারায় উজ্জ্বল এক নক্ষত্রকে।