রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমাল’ ফ্লোরে যাচ্ছে কবে? জানালেন প্রযোজক ভূষণ কুমার

রণবীর কাপুরের হাতে এখন পর পর ছবি। পরিচালক লুভ রঞ্জনের ছবির শুটিং করছেন তিনি এখন। খুব শীঘ্রই ফ্লোরা যাবে 'অ্যানিমাল'।

রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমাল’ ফ্লোরে যাচ্ছে কবে? জানালেন প্রযোজক ভূষণ কুমার
রণবীর কাপুর
Follow Us:
| Updated on: Mar 27, 2021 | 12:24 PM

প্রযোজক ভূষণ কুমার এখন একাই বলিউড কাঁপাচ্ছেন। নতুন করে কোভিড সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় অনেক প্রযোজক যখন ছবির শুটিং বা রিলিজ পিছিয়ে দিচ্ছেন তখন একের পর এক ছবি শুরুর ঘোষণা করছেন প্রযোজক ভূষণ কুমার। শুধু ছবি-শুরুর ঘোষণাই নয়, এই মুহর্তে ওঁর দু-দুটো ছবি সিনেমা হলেও চলছে। ‘মুম্বই সাগা’ এবং ‘সাইনা’। সদ্যই তিনি আমির খানকে নিয়ে এই বছরের শেষে তাঁর বাবা গুলসন কুমারের বায়োপিক ‘মগুল’ শুরু করার কথা ঘোষণা করেছেন। সম্প্রতি আরও একটি ছবির শুটিং শুরু করার কথা তিনি ঘোষণা করলেন। ভূষণ কুমার জানিয়েছেন সব কিছু ঠিকঠাক থাকলে এই অক্টোবরে ফ্লোরে যাবে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমাল’।

রণবীর কাপুরের হাতে এখন পর পর ছবি। পরিচালক লুভ রঞ্জনের ছবির শুটিং করছিলেন তিনি। এই ছবির প্রযোজকও ভূষণ কুমার। ছবিতে রণবীরের বিপরীতে আছেন শ্রদ্ধা কাপুর। কিন্তু ছবির শুটিং এখনও কিছুটা বাকি। সদ্যই কোভিড পজিটিভ হয়েছেন তিনি। সেই কারণে এখন তিনি ‘আইসোলেশন’-এ আছেন। সমস্ত শুটিং বাতিল করে দিয়েছিলেন। যদিও খবর এসেছে রণবীরের কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। তিনি এখন করোনা-মুক্ত। নিশ্চয়ই ধীরে ধীরে এবার কাজে ফিরবেন রণবীর।

আরও পড়ুন:ভ্যাকসিন নেওয়ার পর কোভিডে আক্রান্ত পরেশ রাওয়াল

শোনা যাচ্ছে লুভ রঞ্জনের ছবির শুটিং শেষ করেই রণবীর ‘অ্যানিমাল’-এর শুটিং শুরু করবেন। ছবিটি একটি গ্যাংস্টার-ড্রামা। ‘অ্যানিমাল’ পরিচালনা করছেন ‘কবীর সিং’-এর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ছবিতে রণবীর ছাড়াও আছেন পরিণীতি চোপড়া, অনিল কাপুর এবং ববি দেওল। ববি এই ছবিতে একজন ভিলেনের ভূমিকায় অভিনয় করছেন।