কোমর দুলিয়ে উত্তাল নাচ রণবীর-দীপিকার, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করলেন তারকা-দম্পতি

রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। দু’জনের মাথায় টুপি, গায়ে ফ্লোরাল প্রিন্টের পোশাক—কোমর দুলিয়ে উত্তাল নাচছেন তারকা দম্পতি।

কোমর দুলিয়ে উত্তাল নাচ রণবীর-দীপিকার, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করলেন তারকা-দম্পতি
রণবীর-দীপিকা
Follow Us:
| Updated on: Mar 13, 2021 | 7:20 PM

‘পাওয়ার কাপল’ রণবীর সিং এবং দীপিকা পাডুকন বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। এই তারকা দম্পতি তাঁদের অনেক ব্যক্তিগত মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের সঙ্গে শেয়ার করেন। ফ্যানদের কমেন্টে ভেসে যায় কমেন্ট-বক্স। সম্প্রতি তারকা দম্পতি একটি নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ‘লাইক’-এর বন্যায় ভেসে গেছে সেই ভিডিয়ো।

নাচের ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেন দীপিকা পাডুকোন। দেখা যায়, দু’জনেই বেশ খুশির মেজাজে। দু’জনের মাথায় টুপি, গায়ে ফ্লোরাল প্রিন্টের পোশাক—কোমর দুলিয়ে উত্তাল নাচছেন তারকা দম্পতি। ভিডিয়োটি পোস্ট করে দীপিকা লিখেছেন, ‘রেক ইট বেবি।’ পরের দিন নিজেদের ছবি দিয়ে পাল্টা-পোস্ট করে রণবীর সিং লিখেছেন, ‘পিক-আ-বু’। তারকা দম্পতির এই ধরণের পোস্টে ফুটে উঠছে তাঁদের প্রেম। দাম্পত্যের সেলিব্রেশন। ভেসে গিয়েছে কমেন্ট-বক্স।

খুব শীঘ্রই তারকা দম্পতিকে দেখা যাবে কপিল দেবের বায়োপিক নিয়ে তৈরি ছবি ‘83’-তে। কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। ওঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন দীপিকা পাডুকোন। ছবিটির আগের বছরেই রিলিজ হওয়ার কথা ছিল। অতিমারির কারণে ছবিটির মুক্তি পিছিয়ে যায়। শোনা যাচ্ছে খুব শীঘ্রই ছবিটি মুক্তি পাবে সিনেমা হলে। রণবীর সিং এই মুহূর্তে রোহিত শেট্টির ‘সার্কাস’- এর শুটিং নিয়ে ব্যস্ত। আর দীপিকা ব্যস্ত ‘পাঠান’-এর শুটিংয়ে। দীপিকা ছাড়াও এই ছবিতে আছেন শাহরুখ খান এবং জন আব্রাহাম।

আরও পড়ুন :দেব প্যাটেলের প্রথম পরিচালিত ছবি ‘মাঙ্কি ম্যান’-এর স্বত্ত্ব কিনে নিল নেটফ্লিক্স