সুইৎজারল্যান্ড :পরিষ্কার-পরিচ্ছন্ন একটা পারিবারিক বাংলা ছবি

TV9 বাংলা ডিজিটাল : ‘সুইৎজারল্যান্ড’ পরিষ্কার–পরিচ্ছন্ন একটা পারিবারিক বাংলা ছবি।এই ছবি মধ্যবিত্তের গল্প বলে।যদিও সৌভিক কু্ণ্ডুর পরিচালনায় কোনও মধ্যবিত্ততা নেই।বরং একটা সৎ চেষ্টা আছে।দেখতে তাই খারাপ লাগে না ‘সুইৎজারল্যান্ড’।এই ছবির প্রযোজক জিৎ। তাই রান্নায় একটুও মশলা পড়বে না, তা তো হতে পারে না।এই ছবিতেও নিটোল গল্পের সঙ্গে মিশেছে বাণিজ্যিক  ঘরানার মশলা। নাচে–গানে, গল্পে,অ্যাকশনে ‘সুইৎজারল্যান্ড’ মন […]

সুইৎজারল্যান্ড :পরিষ্কার-পরিচ্ছন্ন একটা পারিবারিক বাংলা ছবি
সুইৎজারল্যান্ড
Follow Us:
| Updated on: Nov 24, 2020 | 12:37 PM

TV9 বাংলা ডিজিটাল :সুইৎজারল্যান্ড’ পরিষ্কারপরিচ্ছন্ন একটা পারিবারিক বাংলা ছবি।এই ছবি মধ্যবিত্তের গল্প বলে।যদিও সৌভিক কু্ণ্ডুর পরিচালনায় কোনও মধ্যবিত্ততা নেই।বরং একটা সৎ চেষ্টা আছে।দেখতে তাই খারাপ লাগে না ‘সুইৎজারল্যান্ড’।এই ছবির প্রযোজক জিৎ। তাই রান্নায় একটুও মশলা পড়বে না, তা তো হতে পারে না।এই ছবিতেও নিটোল গল্পের সঙ্গে মিশেছে বাণিজ্যিক  ঘরানার মশলা। নাচেগানে, গল্পে,অ্যাকশনে ‘সুইৎজারল্যান্ড’ মন ভরিয়ে দেয়।

গল্পে রুমি (রুক্মিণী মৈত্র) ও বেলডাঙার ‘তারকাটা’ শিবু (আবির চট্টোপাধ্যায়) তাদের রিয়া ও দিয়া নামের দু’টি ফুটফুটে সন্তান নিয়ে সুখি দম্পতি। সংসারে তেমন ঝামেলা নেই তবে অশান্তির সূত্রপাত হয়েই যায় পারিবারিক গেট টুগেদারে। আচমকাই স্বামীর সম্মান রাখতে রুমি কিছু মিথ্যে বলে। পালটা দিতে শিবুও বলে ফেলে তারা খুব শিগগিরি বেড়াতে যাচ্ছে সুইৎজারল্যান্ড। ব্যস,গল্পের মোড় ঘুরে যায়। স্বপ্নের সুইৎজারল্যান্ড যেতে হিমশিম অবস্থা মধ্যবিত্ত শিবুর। নাটক জমে ওঠে বেড়ানোর টাকা জোগাড় করতে শিবু বাড়তি রোজগারের ব্যবস্থা করে।রুমিও টিউশনি শুরু করে।এরপরই শুরু হয় ভুল বোঝাবুঝি। ঘটনার ঘনঘটা। প্রায় সারা ছবি জুড়ে অসাধারণ কিছু সুন্দর মুহূর্ত রয়েছে। তা সে রোমান্টিক খুনসুটি হোক, বা সংসারিক টানাপোড়েন, বাচ্চাদের নিয়ে ঘনিষ্ট স্নেহ মাখানো পরিবেশ তৈরি, বা অফিস কর্মী খোকনের সঙ্গে জুয়া খেলতে যাওয়া – সব জায়গাতেই সৌভিক খুবই আন্তরিকভাবে কাজ করেছেন।

ছবির কারিগরি বিভাগও যথেষ্ট দক্ষতার ছাপ রেখেছে। ক্যামেরা, আবহ, সম্পাদনার কাজ বেশ পরিণত।  অভিনয়ও বেশ পাকাপোক্ত। সত্যি বলতে রুক্মিণী ছবির প্রাণ। কী স্বাভাবিক, সাবলীল তিনি। রুক্মিণীর ঘরোয়া ইমেজটি চরিত্রের সঙ্গে সুন্দর মিশে গেছে। এপর্যন্ত তিনি যেক’টি ছবি করেছেন, রুমি তাঁর সেরা। তারকাটা শিবু অর্থাৎ আবির চট্টোপাধ্যায়  মধ্যবিত্ত তরুণের মেজাজটাই এনেছেন স্বাভাবিক অভিনয়ে। আর আছেন প্রতিবেশী বৃদ্ধর চরিত্রে প্রবীণ অরুণ মুখোপাধ্যায়। অভিনয়ে এখনও কী দক্ষতা!  ‘সুইজারল্যান্ড’ বাংলা ছবির চলতি বাণিজ্যিক ফর্মুলায় অনেক দিক থেকেই ব্যতিক্রম।