ইয়ামির পর ফের সুখবর, অন্তঃসত্ত্বা আরও এক বলি-নায়িকা, কে তিনি?

Ali-Richa: ২০২০ সালে করোনার সময়েই 'স্পেশ্যাল ম্যারজ আইন' অনুসার বিয়ে করেছিলেন দু'জনে। যদিও সেই সময় বিয়ের খবর সামনে আনেননি কেউই।

ইয়ামির পর ফের সুখবর, অন্তঃসত্ত্বা আরও এক বলি-নায়িকা, কে তিনি?
অন্তঃসত্ত্বা আরও এক বলি-নায়িকা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2024 | 2:52 PM

মা হচ্ছেন অভিনেত্রী ইয়ামি গৌতম।গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই সেই খবর সামনে এসেছিল। এবার আরও এক জনপ্রিয় নায়িকার মা হওয়ার খবর সামনে এল। কে তিনি জানেন? বলিউডের অফবিট ছবিতে যাকে হামেশাই দেখতে পাওয়া যায়, তিনি আর কেউ নন, রিচা চাড্ডা। আলি ফয়জলকে বিয়ের চার বছর দুই থেকে তিন হচ্ছেন তাঁর। এ দিন গণিতের সব হিসেব গুলিয়ে ১+১= ৩ লিখে একটি পোস্ট করেন রিচা নিজেই। ক্যাপশনে লেখেন, “একটা ছোট্ট হৃদস্পন্দন আমাদের জীবনের সবচেয়ে বড় শব্দ হয়ে আসছে।” ওই খবর দেওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা। শ্বেতা বসু প্রসাদ থেকে শুরু করে শ্রিয়া পিলগাঁওকর, করিশ্মা তান্না– তালিকায় কে নেই?

২০২০ সালে করোনার সময়েই ‘স্পেশ্যাল ম্যারজ আইন’ অনুসার বিয়ে করেছিলেন দু’জনে। যদিও সেই সময় বিয়ের খবর সামনে আনেননি কেউই। ২০২২ সালে ধুমধাম করে বিয়ে করেন দু’জনে। প্রায় সাতদিন ধরে চলেছিল সেই বিয়ের অনুষ্ঠান। ২০১২ সালে ‘ফুকরে’ ছবির সেটে আলাপ হয় দু’জনের। সেখান থেকেই শুরু হয় প্রেম অতঃপর বিয়ে। আপাতত সংসার বাড়তে চলেছে তাঁদের। হবু বাবা-মা’র জন্য ভালবাসার বন্যা।

View this post on Instagram

A post shared by ali fazal (@alifazal9)