সত্‍ মেয়েকে অত্যাচার, স্বামীর প্রাক্তনকে মারধর! ভয়ঙ্কর অভিযোগ উঠল রূপালির বিরুদ্ধে

Rupali Ganguly: কিছু দিন আগে 'অনুপমা' সিরিয়ালের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। বাঙালি মেয়ে হিন্দি টেলিভিশন জগতে চুটিয়ে কাজ করছেন। টিআরপি তালিকাতেও তাঁর সিরিয়াল ছিল প্রথমের দিকে। ইন্ডাস্ট্রির অন্দরে তিনি মিষ্ট ভাষী হিসাবেই পরিচিত। কিন্তু তাঁর বিরুদ্ধে যা যা অভিযোগ এনেছেন তাঁর সত্‍ মেয়ে তা শুনলে চমকে যাবেন।

সত্‍ মেয়েকে অত্যাচার, স্বামীর প্রাক্তনকে মারধর! ভয়ঙ্কর অভিযোগ উঠল রূপালির বিরুদ্ধে
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2024 | 3:45 PM

কিছু দিন আগে ‘অনুপমা’ সিরিয়ালের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। বাঙালি মেয়ে হিন্দি টেলিভিশন জগতে চুটিয়ে কাজ করছেন। টিআরপি তালিকাতেও তাঁর সিরিয়াল ছিল প্রথমের দিকে। ইন্ডাস্ট্রির অন্দরে তিনি মিষ্ট ভাষী হিসাবেই পরিচিত। কিন্তু তাঁর বিরুদ্ধে যা যা অভিযোগ এনেছেন তাঁর সত্‍ মেয়ে তা শুনলে চমকে যাবেন। অশ্বিন বর্মার মেয়ে এষা বর্মা। অশ্বিনের দ্বিতীয় স্ত্রী হলেন রূপালি। অভিনেত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন এষা। একা সাক্ষাত্‍কারে তাঁর দাবি, রূপালি গিয়েছিলেন তাঁদের নিউ জার্সির বাড়িতে। সেখানে তাঁর মা-বাবার বিছানায়ই গিয়ে থেকেছিলেন রূপালি। শুধু তাই নয়, রূপালির জোরেই নাকি প্রথম স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদ করেন তাঁর বাবা।

কী বলেছেন এষা? তিনি বলেন, “আমি জানি না আমার এই বক্তব্য শোনার পর রূপালি এবং আমার বাবা অশ্বিন আর কী মন্তব্য করবেন!আমি জানি বাবা নিজের এক্স হ্যান্ডেলে বলেছেন যে রূপালির জন্য কিছু হয়নি। কিন্তু এটা সবচেয়ে বড় মিথ্যে কথা। কারণ, রূপালিই সেই ব্যক্তি যিনি নিউ জার্সিতে আমার বাড়িতে এসেছিলেন। শুধু তাই নয়,আমার মায়ের বিছানাতেই শুয়েছিলেন। সেই বিছানাতেই আমার মা-বাবা ঘুমোতেন। শারীরিক এবং মানসিক ভাবে আমার উপর নির্যাতন করেছেন তিনি। সেই সঙ্গে আমার মায়ের উপরেও অত্যাচার করেছেন। মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। খুব কষ্ট পেয়েছিলাম।”

তাঁর সত্‍ মেয়ে আরও বলেন, “আমার মা-বাবার বিবাহবিচ্ছেদের জন্য রূপালিই দায়ি। মুম্বইয়ে আমার দাদু-দিদার বাড়িতে গিয়ে শারীরিক ভাবে আঘাত করেছিলেন। প্রথমে যখন আমি এই বিষয়ে মুখ খুলেছিলাম তখন আমায় পোস্ট সরিয়ে নিতে বলা হয়েছিল।” অশ্বিন এবং স্বপ্না বর্মনের মেয়ে এষার বয়স ২৬। তিনি আমেরিকাতেই থাকেন। রূপালিকে বিয়ে করার আগেও দুটি বিয়ে করেছিলেন এষার বাবা অশ্বিন। ২০১৩ সালে রূপালিকে বিয়ে করেন তিনি। তাঁদের একটি ছেলেও আছে। তার নাম রুদ্রাংশ বর্মা।