‘আমার হাত দুটো কাঁপছিল’,কঙ্গনার প্রশংসায় অভিভূত সন্যা মালহোত্রা

‘প্যাগ্লেইট’ একটি বিধবা মেয়ের গল্প। মেয়েটির নাম সন্ধ্যা। সন্ধ্যার চরিত্রে অভিনয় করছেন সন্যা মালহোত্রা। সন্য়ার অভিনয় দেখে অভিভূত কঙ্গনা রানাওয়াত।

‘আমার হাত দুটো কাঁপছিল’,কঙ্গনার প্রশংসায় অভিভূত সন্যা মালহোত্রা
কঙ্গনা-সন্যা
Follow Us:
| Updated on: Apr 03, 2021 | 3:54 PM

সদ্যই নেটফ্লিক্সে স্ট্রিমিং হতে শুরু করেছে পরিচালক উমেশ বিস্তের ছবি ‘প্যাগ্লেইট’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সন্যা মালহোত্রা। সন্যার বলিউডে প্রবেশ আমির খানের হাত ধরে ‘দঙ্গল’ দিয়ে। এরপর পর পর বেশ কয়েকটা ছবিতে অভিনয় করে নিজের জায়গা করে নিয়েছেন সন্যা। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘লুডো’-তে।

‘প্যাগ্লেইট’ একটি বিধবা মেয়ের গল্প। মেয়েটির নাম সন্ধ্যা। একটি যৌথ পরিবারে সন্ধ্যা থাকে। তাঁর স্বামী মারা যাওয়ার পর সমাজে এবং পরিবারে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে তাঁকে যেতে হয়। প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে করতে নিজেকে হারিয়ে ফেলে মেয়েটি। তাঁর আত্মপরিচয় খুঁজে পাওয়ার গল্প এই ‘প্যাগ্লেইট’। সন্ধ্যার চরিত্রে অভিনয় করছেন সন্যা মালহোত্রা। সন্য়ার অভিনয় দেখে অভিভূত কঙ্গনা রানাওয়াত। সন্যার প্রশংসায় পঞ্চমুখ তিনি। এই প্রশংসা তিনি ফোনে সন্যাকে জানাননি। যাতে সকলের নজরে আসে সোশ্যাল মিডিয়ায় প্রাণখুলে সন্যার প্রশংসা করেছেন কঙ্গনা। তিনি লিখেছেন, “ সন্যা অত্যন্ত ভাল….আমি খুশি মানুষ আস্তে আস্তে ওর ট্যালেন্টকে সমাদর করছে। আমি খুব খুশি সন্যা, তুমি এর যোগ্য।”

কঙ্গনার এই উচ্ছসিত প্রশংসায় অভিভূত সন্যা। তিনি বলেছেন, “আমি যখন টুইটটা পড়ছিলাম, আমার হাত দু’টো কাঁপছিল। আমার বিশ্বাসই হচ্ছিল না। উনি আমার সিনিয়র। আমি ওঁর প্রচণ্ড ভক্ত। ওঁর মত অভিনেত্রীর যে আমার কাজ ভাল লেগেছে, আমি সত্যি ওঁর কাছে কৃতজ্ঞ।”

সন্যা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন সায়নী গুপ্তা, আশুতোষ রানা, রঘুবীর যাদব এবং আরও অনেকে। এই ছবিতেই প্রথমবার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করলেন অরিজিৎ সিং।

আরও পড়ুন:ক্যানসার আক্রান্ত স্ত্রীর জন্য করজোড়ে ধন্যবাদ অনুপমের