ফিরে এল ‘কন্ডোম বিতর্ক’! শিবলিঙ্গে দুধ ঢালতেই সায়নীকে তুলোধনা
শিবলিঙ্গ নিয়ে কী লিখেছিলেন সায়নী? সাল ২০১৫। সায়নীর এক্স হ্যান্ডল (টুইটার) থেকে একটি গ্রাফিক শেয়ার হয়। ছবিটি শিবলিঙ্গের। তাতে কন্ডোম পরাচ্ছেন এক নারী যিনি এডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট ‘বুলাদি’ হিসেবে পরিচিত। গ্রাফিকের ভিতরে লেখা ছিল, 'বুলাদির শিবরাত্রি।'
বছর কয়েক আগে শিবলিঙ্গ নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছিলেন আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। যদিও তখন কোনও দলের সঙ্গে সংযোগ ছিল না তাঁর। স্বতন্ত্র নাগরিক হিসেবেই শিবলিঙ্গকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছিলেন যা নিয়ে তোলপাড় হয়েছিল সামাজিক মাধ্যম। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে উঠেছিল বয়কটের ডাক। বহু বছর পর এ দিন অর্থাৎ শনিবার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে গিয়ে প্রচারের আগে শিবলিঙ্গের পুজো করতেই ফের একবার মাথাচাড়া দিয়ে উঠল সেই পুরনো বিতর্ক। রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষের একটা বড় অংশের কটাক্ষের শিকার হতে হল তাঁকে। শুধু কি তাই? ছেড়ে কথা বললেন না যাদবপুরের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়ও।
সালোয়ার কামিজ পরে শিবলিঙ্গে দুধ ঢালার সেই ভিডিয়ো ভাইরাল হতেই একজন লেখেন, “হিন্দু ধর্মের অপমান, মহাদেবের অপমান, ওঁকে মন্দিরে ঢুকতে দেওয়াই উচিৎ হয়নি। আর কত দেখতে হবে?” এখানেই শেষ নয়, আরও একজন লেখেন, “ভোটের আগে এই সব করে মোটেও সহানুভূতি পাবেন না আপনি। ছিঃ! লজ্জা করা উচিৎ।” ছেড়ে কথা বললেননি বিজেপি প্রার্থী অনির্বাণও। সায়নীকে উদ্দেশ্য করে তাঁকে বলতে শোনা যায়, “শিবলিঙ্গ পূজা শুধু প্রচারের জন্য। এতে কোন সত্যতা নেই। পূজার আচরণ কিছুই জানে না শুধু লোক দেখানো লোক ঠকানো। তা ছাড়াও মিডিয়ার চোখে হাইলাইট পাওয়ার জন্য তা মানুষ বোঝে। দয়া করে আপনি শিবের মন্দিরে ঢুকবেন না। আপনি শিব মন্দিরে ঢুকলে আরও অপবিত্র হবে অনেকে। এসব হচ্ছে ভোটের জন্য ভোটের রাজনীতি। সনাতনীরা মেনে নেবে না।”
View this post on Instagram
শিবলিঙ্গ নিয়ে কী লিখেছিলেন সায়নী? সাল ২০১৫। সায়নীর এক্স হ্যান্ডল (টুইটার) থেকে একটি গ্রাফিক শেয়ার হয়। ছবিটি শিবলিঙ্গের। তাতে কন্ডোম পরাচ্ছেন এক নারী যিনি এডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট ‘বুলাদি’ হিসেবে পরিচিত। গ্রাফিকের ভিতরে লেখা ছিল, ‘বুলাদির শিবরাত্রি।’ পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘ঈশ্বর এর থেকে বেশি কার্যকরী হতে পারে না।” সে সময় এই নিয়ে কম আলোচনা হয়নি। এর পর ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে সায়নী বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় এই পোস্ট নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা উত্তর-পূর্বের তিন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সায়নী যদিও দাবি করেছিলেন, ওই পোস্ট তাঁর করা নয়। টুইটার হ্যাকড হয়েছিল তাঁর। যদিও বিরোধীরা শান্ত হননি। কন্ডোম বিতর্ককে হাতিয়ার করেই সায়নীকে বিঁধেছিলেন তাঁরা। এ দিন সেই শিবমন্দিরে পুজো দিতেই ফের একবার ফিরে এল পুরনো বিতর্ক। সায়নী যদিও এই নিয়ে আলাদা করে এখনও পর্যন্ত মন্তব্য করেননি।