জলে ভেজা শরীর, হনিমুনে আদৃত-কৌশাম্বীর উন্মত্ত প্রেম, দেখেছেন ছবি?
Adrit-Kaushambi: ছবি জানিয়ে দিচ্ছে ওঁরা গিয়েছেন নর্থ গোয়া। কখনও আদৃতের শার্ট গায়ে চাপিয়ে, আবার কখনও আগুয়ার কেল্লায় কৌশাম্বীর ছবি এখন রীতিমতো ভাইরাল। শুধু কি তাই। জলে ভেজা শরীরে স্পিডবোটে চেপে তাঁদের ভ্রমণ ও কুড়িয়ে নিয়েছে একগুচ্ছ প্রশংসা।
হনিমুনে গিয়েছিলেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। দিন কয়েক আগেই সেই খবর সামনে এসেছিল। তবে কোথায় গিয়েছেন তাঁরা, তা জানা যায়নি। অবশেষে সামনে এল সবটা। শুধু যে গন্তব্য জানা গেল, এমনটা কিন্তু নয়, একই সঙ্গে সামনে এল তাঁদের প্রেমময় মিষ্টি ছবিও। ছবি গুলি শেয়ার করলেন আদৃত-প্রিয়া কৌশাম্বীই।
ছবি জানিয়ে দিচ্ছে ওঁরা গিয়েছেন নর্থ গোয়া। কখনও আদৃতের শার্ট গায়ে চাপিয়ে, আবার কখনও আগুয়ার কেল্লায় কৌশাম্বীর ছবি এখন রীতিমতো ভাইরাল। শুধু কি তাই। জলে ভেজা শরীরে স্পিডবোটে চেপে তাঁদের ভ্রমণ ও কুড়িয়ে নিয়েছে একগুচ্ছ প্রশংসা। প্রেম আগেই ছিল ষোলোআনা তবে মধুচন্দ্রিমায় গিয়ে তা যেন বেড়ে গিয়েছে আরও কয়েকশো গুণ। অন্তত তেমনটাই দাবি করছেন নেটিজেনরা। ক্রপ টপের উপর মঙ্গলসূত্র– নয়া অবতারে কৌশাম্বীকে যেন চেনাই দায়!
নিজেদের সম্পর্কের কথা প্রথমদিকে জানাতে চাননি কৌশাম্বী ও আদৃত। যদিও সত্যি চাপা থাকেনি। কিছু দিনের মধ্যে সবটা প্রকাশ্যে আসে। দু’ বছর প্রেম করার পর গত ৯ মে বিয়ে করেন তাঁরা। তাঁদের বিয়েতে হাজির ছিল গোটা বলিউড। যদিও দেখা যায়নি সৌমিতৃষাকে। সূত্রের খবর তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি নবদম্পতির পক্ষে থেকে।
View this post on Instagram