শাহরুখের নামে মিথ্যাচার, মেজাজ হারিয়ে বন্দুক হাতে অফিস ভাঙচুর করেন কিং
Shah Rukh Khan Gossip: কোনও ট্রোলারের দেখা পেলেও সুযোগ বুঝে সপাট জবাব দিতেও পিছপা হন না তিনি। সেই শাহরুখ খান প্রথম থেকে এমনটা মোটেও ছিলেন না। সময় তাঁকে শিখিয়ে দিয়েছে এড়িয়ে যেতে।

যে যত বড় স্টার, তাঁকে নিয়ে তত বেশি বিতর্ক। এটা দিনের পর দিন দেখে এসেছে গোটা দুনিয়া। ফলে শাহরুখ খান যে সেই তালিকার বাইরে থাকবেন না, তা বলাই বাহুল্য। তবে এখন তিনি সুপারস্টার। তাঁকে নিয়ে এখন যাই লেখা হোক না কেন তিনি খুব একটা নজর দেন না। বরং তিনি এখন সাক্ষাৎকার দেওয়া এক প্রকার ছেড়েই দিয়েছেন। সরাসরি সোশ্যাল মিডিয়ায় এসে কথা বলেন তিনি। সরাসরি জানিয়ে দেন, তাঁর মন্তব্য। স্পষ্ট বলে দেন, কোনটা ঠিক, কোনটা ভুল। সেখানে কোনও ট্রোলারের দেখা পেলেও সুযোগ বুঝে সপাট জবাব দিতেও পিছপা হন না তিনি। সেই শাহরুখ খান প্রথম থেকে এমনটা মোটেও ছিলেন না। সময় তাঁকে শিখিয়ে দিয়েছে এড়িয়ে যেতে।
যেটা কেরিয়ারের শুরুতে মোটেও পারতেন না কিং। তখন তাঁকে নিয়ে ভুল খবর হলে কী করেছিলেন জানেন? এক পুরোনো সাক্ষাৎকারে শাহরুখ খানের স্ত্রী গৌরী খান জানিয়েছিলেন, সেখানে লেখা ছিল, শাহরুখ খান ও দীপা সাহি এক বন্ধ ঘরে সময় কাটিয়েছিলেন। এক ম্যাগাজিন এই খবর ছাপিয়েছিল। যা শাহরুখ খানের জন্য ছিল অপমানের। মানহানি। তিনি কী করেছিলেন জানেন? সোজা চলে গিয়েছিলেন সেই অফিস ভাঙচুর করতে। ১৯৯৪ সালে এক সাক্ষাৎকারে শাহরুখের সেই কাণ্ড খোলসা করেছিলেন গৌরী।
গৌরী বলেন, ”তখন অনেকেই হয়তো শাহরুখকের কথা গুরুত্ব দিলেন না যে তিনি আমায় ভালবাসেন। শাহরুখ বন্দুক হাতে সেই অফিসে ছুটে গিয়েছিলেন, টেবিল ভাঙচুর করে এসেছিলেন।” গৌরীকে প্রশ্ন করা হয়, তাঁর খারাপ লেগেছে বলেই কি শাহরুখ এটা করেছিলেন? গোরী উত্তরে বলেছিলেন, ”আমি কিছুই মনে করিনি। তবে দীপা তাঁর স্বামীর সঙ্গে থাকতেন। সেখানে কী হয়েছে জানি না। তবে শাহরুখ আমায় একটা বইয়ের মতো পড়তে পারে। ও চায় না আমার চোখে জল আসুক। তবে এটাতে ওর খারাপ লেগেছিল। ও তিন রাত ঘুমতে পারেনি।” এই সাক্ষাৎকারেই গৌরী বলেছিলেন, ”যে যাই বলুক, আমি কোনওদিন কিছু বিশ্বাস করি না।”





