আব্রামকে ‘মাইক টাইসন’ বলেছেন গৌরি, তা দেখে কীভাবে রিঅ্যাক্ট করলেন শাহরুখ?

গৌরির পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে ছাই রঙের টিশার্ট পরে সোজা ক্যামেরা লুক দিয়েছে আব্রাম। তার হাতে ছিল লাল রঙের বক্সিং গ্লাভস। লাইক এবং কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে সেই পোস্ট।

আব্রামকে ‘মাইক টাইসন’ বলেছেন গৌরি, তা দেখে কীভাবে রিঅ্যাক্ট করলেন শাহরুখ?
বাবা-মায়ের সঙ্গে আব্রাম।
Follow Us:
| Updated on: Feb 11, 2021 | 4:48 PM

বক্সিং লেজেন্ড মাইক টাইসনের সঙ্গে ছোট ছেলে আব্রামের (abram) তুলনা করেছিলেন গৌরি খান (Gauri Khan)। দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় আব্রামের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে আদর করে গৌরি লেখেন, ‘আমার মাইক টাইসন।’ এবার সেই পোস্টেই মজার কমেন্ট করলেন শাহরুখ খান (Shah Rukh Khan) স্বয়ং।

আব্রামের বক্সিং গ্লাভস পরা ছবি রিটুইট করে শাহরুখ লিখেছে, ‘আরে ইয়ার!’ আমি কোথায় ছিলাম? ছেলের এই নয়া অবতার কোনও কারণে মিস করে গিয়েছিলেন শাহরুখ। সে কারণেই তাঁর এই মজার মন্তব্য বলে মনে করছেন নেটিজেনরা।

গৌরির পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে ছাই রঙের টিশার্ট পরে সোজা ক্যামেরা লুক দিয়েছে আব্রাম। তার হাতে ছিল লাল রঙের বক্সিং গ্লাভস। লাইক এবং কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে সেই পোস্ট। ফারহা খান, মালাইকা আরোরা, অমৃতা আরোররা মতো বহু বলি সেলেব কমেন্ট করেছেন। বলি স্টার কিডদের তালিকায় আব্রাম প্রথম সারির। ফলে তার উপর সব সময়ই লাইমলাইট থাকে। শাহরুখ এবং গৌরিও মাঝে মধ্যেই ছেলের ছবি বা ভিডিও পোস্ট করেন।

শাহরুখের বড় ছেলে ২৩ বছরের আরিয়ান খান এবং একমাত্র মেয়ে ২০ বছরের সুহানা খান পড়াশোনার কারণে অনেকটা সময় দেশের বাইরে থাকে। মুম্বইতে দম্পতির সঙ্গে থাকে আব্রাম। কখনও বাবার সঙ্গে বই পড়া, কখনও বা মায়ের সঙ্গে তার ড্রইয়ের ছবিতে ভরে থাকে সোশ্যাল ওয়াল।

আরও পড়ুন, ‘নীল চুল দেখে আর ব্রিটিশ উচ্চারণ শুনে শুটিংয়ে হোটেল থেকে খাবার দেয়নি’