৩ তারিখ থেকে শুটিংয়ে কড়া নিয়ম বলবৎ, ফিরছে র্যাপিড টেস্ট-সহ অন্যান্য নির্দেশিকা
শুক্রবার ফেডারেশন এবং প্রোডিউসারস গিল্ড করোনাকালে শুটিংয়ের ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে এক জরুরি মিটিংয়ে বসেছিলেন। সেই মিটিংয়ে অবশ্য ডাক পাননি আর্টিস্ট ফোরাম।
আপাতত শুটিং বন্ধ নয়। তবে আগামী মাসের তিন তারিখ থেকে আবারও ফ্লোরে জারি হতে চলেছে করোনা রুখতে কড়া সুরক্ষাবিধি। শুক্রবার ফেডারেশন এবং প্রোডিউসারস গিল্ডের বৈঠকে সিদ্ধান্ত এমনটাই। এ ছাড়াও টেকনিশিয়ানদের টিকাকরণে সাহায্যসহ, ফ্লোরে মাস্ক এবং ঘন ঘন স্যানেটাইজেশন– ফিরতে চলেছে সব কিছুই।
শুক্রবার ফেডারেশন এবং প্রোডিউসারস গিল্ড করোনাকালে শুটিংয়ের ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে এক জরুরি মিটিংয়ে বসেছিলেন। সেই মিটিংয়ে অবশ্য ডাক পাননি আর্টিস্ট ফোরাম। মিটিং শেষে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস টিভিনাইন বাংলাকে জানান, “আগামী ৩ তারিখ থেকে প্রত্যেক টেকনিশিয়ান যাতে করোনা সংক্রান্ত বিধি মেনে চলেন সে ব্যাপারে কড়া নজর রাখা হবে। মাস্ক পরা, ফেস শিল্ড পরা ইত্যাদি নানা নিয়ম পুনরায় বলবৎ করা হবে। দ্বিতীয়ত, আমারা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক টেকনিশিয়ানের র্যাপিড টেস্ট আমরা করিয়ে নেব। এবং তাঁর সঙ্গে সঙ্গে প্রত্যেকজন টেকনিশিয়ানের ভ্যাকসিনেশনের ব্যবস্থাও আমরা করব। এ ব্যাপারে ইতিমধ্যেই একটি সংস্থার সঙ্গে কথা হয়েছে আমাদের।” তিনি যোগ করেন, “ওয়েব সিরিজের ক্ষেত্রে যেহেতু একটানা শুটিং না হয়ে ভেঙে ভেঙে হয় সে ক্ষেত্রেও আলাদা একটি প্রোটোকল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।”
এ দিনের মিটিংয়ে প্রোডিউসারস গিল্ডের তরফে হাজির ছিলেন প্রযোজক সুশান্ত দাস। তিনিও বলেন, “গত বছর জুন মাসে কোভিডের জন্য যে প্রোটোকল নেওয়া হয়েছিল তা আবারও নেওয়া হচ্ছে। যা যা সতর্কতা নেওয়া দরকার সবটাই নিতে চলেছি আমরা।” প্রসঙ্গত, গত বছর করোনাকালে ১০ বছরের কমবয়সীদের শুটিংয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । এ বারেও কি সেই পথেই এগবে তারা? এ প্রসঙ্গে সুশান্ত দাস জানান, সে রকমটাই প্রাথমিকভাবে কথা হয়েছে। যদিও সে ক্ষেত্রে এই মুহূর্তে যে সব ধারাবাহিকে শিশুশিল্পী অভিনয় করছেন তাঁদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে তা ঠিক হয়নি বলেই জানিয়েছেন প্রযোজক।
আরও পড়ুন-ফেডারেশনের ডাক পেল না আর্টিস্ট ফোরাম, শুটিংয়ের ভবিষ্যৎ নিয়ে ফের বৈঠক
এ তো গেল টেকনিশিয়ানদের কথা। শিল্পীদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে? আগেই বলা হয়েছে এ দিনের বৈঠকে ডাক পায়নি আর্টিস্ট ফোরাম। আর্টিস্টদেরও কি র্যাপিড টেস্ট এবং ভ্যাকসেনিশনের কথা ভাবছেন তাঁরা? আর্টিস্ট ফোরামের কাছে প্রশ্ন করা হলে তাঁদের তরফে জানানো হয়, “করোনা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে শুক্রবার সন্ধ্যায় যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্টতই বলা হয়েছে বিনোদনমূলক সমস্ত ভিড় বন্ধ রাখতে হবে। আমরা এখনও জানি না এই কালচারাল গ্যাদারিংয়ের মধ্যে শুটিং পড়ছে কিনা। যদি তাই হয় সেক্ষেত্রে তো শুটিং বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। তাই ওই কথার যথার্থ ক্ল্যারিফিকেশন না পেয়ে আপাতত আমাদের আগামী পদক্ষেপের কথা জানাতে পারছি না আমরা।”
প্রসঙ্গত, ফেডারেশনের ডাকা বৈঠকে ডাক না পাওয়ার এ দিনই টিভিনাইন বাংলার কাছে ক্ষোভ উগরে দিয়েছিলেন আর্টিস্ট ফোরামের স যুগ্ম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। তিনি বলেছিলেন, “এই ইন্ডাস্ট্রিতে আর্টিস্টরা হচ্ছেন মেজর পার্ট। তাঁদের বাদ দিয়ে মিটিং করা আদৌ কী করে সম্ভব সত্যিই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ইচ্ছাকৃত ভাবে আর্টিস্টদের সরিয়ে রাখা হচ্ছে। আর্টিস্ট ফোরামকে আলাদা করে রাখার এবং পাত্তা না দেওয়ার একটা প্রচেষ্টা চালু হয়েছে”। এ প্রসঙ্গে স্বরূপ বিশ্বাস পাল্টা জানিয়েছিলেন, “লা হয়নি, হয়ে ওঠেনি। খুব দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে। আমরা আগে প্রোডিউসারসের সঙ্গে কথা বলতে চাইছি।” প্রোডিউসারসের সঙ্গে এ দিনের বৈঠকের পর তবে কি আলোচনায় বসবে আর্টিস্ট ফোরাম-ফেডারেশন? স্বরূপ বিশ্বাসের কথায়, “ওরা (আর্টিস্ট ফোরাম) যদি আমাদের সঙ্গে বৈঠকে বসতে চায় তাহলে মোস্ট ওয়েলকাম।”