বিয়ের পর প্রথম দোল, জমিয়ে রং খেললেন নোয়া-গুনগুন

গুনগুন এবং নোয়া-- মধ্যবিত্তের ড্রয়িংরুমের দুই পরিচিত নাম। বিয়ের পর প্রথম দোল তাঁদের। তাই একসঙ্গেই চুটিয়ে দোল খেললেন ওঁরা দু'জন। সেই দোল খেলার টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নোয়া অর্থাৎ শ্রুতি দাস নিজেই।

বিয়ের পর প্রথম দোল, জমিয়ে রং খেললেন নোয়া-গুনগুন
জমিয়ে নাচ।
Follow Us:
| Updated on: Mar 27, 2021 | 9:32 PM

গুনগুন এবং নোয়া– মধ্যবিত্তের ড্রয়িংরুমের দুই পরিচিত নাম। বিয়ের পর প্রথম দোল তাঁদের। তাই একসঙ্গেই চুটিয়ে দোল খেললেন ওঁরা দু’জন। সেই দোল খেলার টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নোয়া অর্থাৎ শ্রুতি দাস নিজেই।

গুনগুনের বাড়িতেই পালিত হল দোল উৎসব। হাজির ছিল গোটা মুখোপাধ্যায় বাড়ি। বাড়তি পাওনা নোয়া এবং কিয়ান। সিঁথিতে সিঁদুর, গালে আবিরের ছোঁয়া, নাচে-গানে জমে গেল গোটা বাড়ি।

শুধু রিল লাইফেই নয়। গুনগুন অর্থাৎ অভিনেত্রী তৃণা সাহার রিয়েল লাইফে এটি প্রথম দোল। এ বছরই প্রেমের মাসে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড নীল ভট্টাচার্যকে বিয়ে করেছেন তিনি। কোথাও গিয়ে যেন এক হয়ে গেল তৃণার রিল এবং রিয়েল লাইফ। ফাগের রঙে রাঙা হলেন তিনিও। অন্যদিকে ‘দেশের মাটি’ ধারাবাহিকে কিছুদিন আগেই কিয়ান ওরফে দিব্যজোতি দত্তের সঙ্গে বিয়ে হয়েছে শ্রুতির। । শ্রুতি নিজের বধূবেশের ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছিলেন, ‘কিয়ানের বউ’। স্টার জলসার দুই প্রিয় বউয়ের এই দোলখেলা চাক্ষুষ করতে আপনাকে রবিবার চোখ রাখতে হবে টিভির পর্দায়।