Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘শুকনো পেঁয়াজকলি’ নয়, অনুপমকে ‘সাদা ভাত’ আর ‘ঝাল কাঁচালঙ্কা’ খেতে বললেন এক মহিলা ডাক্তার

Anupam Roy: আলু ভাজার বাটির ছবি পোস্ট করার পরই অনেকে অনেক রকম মন্তব্য করেছেন কমেন্ট বক্সে। এবং প্রত্যেকেই অনুপমের গানের কথাকে বাহবা জানিয়েছেন নতুন করে। সেই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন এক ডাক্তারও। সেই মহিলা ডাক্তার আবার বেড়াতে যেতে ভীষণই ভালোবাসেন।

'শুকনো পেঁয়াজকলি' নয়, অনুপমকে 'সাদা ভাত' আর 'ঝাল কাঁচালঙ্কা' খেতে বললেন এক মহিলা ডাক্তার
অনুপম রায়।
Follow Us:
| Updated on: Jan 12, 2024 | 4:17 PM

গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায়ের লেখা গানগুলিতে বারবারই ফিরে এসেছে খাবারের প্রসঙ্গ। যেমন শুকনো পেঁয়াজ কলি, নতুন আলুর খোসা… এসবই রূপকের রূপ নিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একবাটি আলু ভাজার ছবি পোস্ট করেছেন অনুপম। এবং তার তলায় লিখেছেন, ‘নতুন আলুর খোসা আর এই ভালবাসা’। ‘বাইশে শ্রাবণ’ ছবিতে ব্যবহৃত তাঁরই গানের লাইন ছিল সেটি–‘নতুন আলুর খোসা আর এই ভালোবাসা আমার চোখে-ঠোঁটে-গালে তুমি লেগে আছো’। রাইমা সেন এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের অনস্ক্রিন প্রেমকে অন্য মাত্রা দিয়েছিল সেই গান।

আলু ভাজার বাটির ছবি পোস্ট করার পরই অনেকে অনেক রকম মন্তব্য করেছেন কমেন্ট বক্সে। এবং প্রত্যেকেই অনুপমের গানের কথাকে বাহবা জানিয়েছেন নতুন করে। সেই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন এক ডাক্তারও। সেই মহিলা ডাক্তার আবার বেড়াতে যেতে ভীষণই ভালোবাসেন। আলু ভাজার সঙ্গের ডাল-ভাত এবং কাঁচালঙ্কা খাবার পরামর্শ দিয়েছেন তিনি। ইংরেজি হরফ আর বাংলা উচ্চারণে ওই পরামর্শ শেয়ার করে চিকিৎসক দিয়েছেন একটি লাল হার্ট-চিহ্নও।

View this post on Instagram

A post shared by Anupam Roy (@aroyfloyd)

২৭ নভেম্বর বিয়ে করেছেন পিয়া চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়। এই প্রিয়া অনুপমের প্রাক্তন স্ত্রী। এবং সকলেই জানেন পরমব্রত অনুপমের কাছের বন্ধু ছিলেন। তাঁদের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে চলে আসে। অনুপম রায়কে নিয়েও কম আলোচনা হয়নি। এখনও পর্যন্ত তা নিয়ে আলোচনা চলছে নেটমহলে। প্রাক্তন স্ত্রী বিয়ে করেছেন প্রিয় বন্ধুকে, এমন এক রসালো বিষয়কে নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন অনুপমের লেখা একাধিক গানের লাইনকে কেন্দ্র করে নানা ধরনের মিম তৈরি হয়ে। তা ছড়িয়ে পড়ে নেট মহলে। সবই চোখে পড়েছে অনুপমের। কিন্তু তিনি বিচলিত হননি। সম্প্রতি TV9 বাংলাকে তাঁর প্রতিক্রিয়ায় অনুপম বলেছেন যে, তিনি ফার্স্ট ক্লাস আছেন। একের পর-এক গান তৈরি করে চলেছেন। সবকটি গানই তিনি ছবির জন্য লিখেছেন এবং শুট করেছেন।