বছরের শেষ দিন পাহাড়ের কোলে কাটাচ্ছেন সোহিনী-রণজয়

ইনস্টাগ্রামে রণজয়  এবং সোহিনীর শেয়ার করা সেই সব ছবিই এখন বছর শেষে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

বছরের শেষ দিন পাহাড়ের কোলে কাটাচ্ছেন সোহিনী-রণজয়
রণজয়-সোহিনী।
Follow Us:
| Updated on: Dec 31, 2020 | 12:39 PM

গরম চায়ে চুমক, প্রিয় মানুষ, আর কাঞ্চনজঙ্ঘা। টলিউডের ‘হট অ্যান্ড হ্যাপেনিং’ জুটি সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণুর ‘বিশ’-এর শেষ কাটল এ ভাবেই। ইনস্টাগ্রামে রণজয়  এবং সোহিনীর শেয়ার করা সেই সব ছবিই এখন বছর শেষে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

তাঁদের শেয়ার করা টুকরো ছবিতে পিছনে উঁকি দিচ্ছে বরফমাখা কাঞ্চনজঙ্ঘা। শহুরে ব্যস্ততা ভুলে রণজ্য়-সোহিনী গায়ে মাখছেন শীতের মিঠে রোদ। হাতে হলুদ কাপে ধোঁয়া ওঠা গরম পানীয়। আর এক ছবিতে কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে ছবি তুলেছেন সোহিনী। স্বচ্ছ নীল আকাশ যেন বার্তা দিচ্ছে ২০২০-র সব ভুলিয়ে নতুন ভাবে বছর শুরু করার। ছবি শেয়ার করে সোহিনী লিখেছেন, “শীত আর রোদ্দুর যখন একসাথে আদর করে”। রণজয়ের ক্যাপশন জানাচ্ছে আজই এ বছরের শেষ সকাল।

 

View this post on Instagram

 

A post shared by Sohini Sarkar (@sohinisarkar01)


কিছু দিন আগেই বেনারস ঘুরে এসেছিলেন সোহিনী এবং রণজয়। গঙ্গার ঘাটের স্তব্ধ শীতলতায় দু’জনে বুঁদ হয়ে ছিলেন। তাঁদের সেই ছবিও ইনস্টাগ্রামে বেশ ভাইরাল হয়েছিল। আবারও বেরিয়ে পড়েছেন তাঁরা। বছরের শেষ সময়ে নিজেদের জন্য বেছে নিয়েছেন খানিক ‘উই টাইম’।