‘দ্বিতীয় সন্তান’-এর জন্ম দিলেন শ্রাবন্তী
আভাস দিয়েছিলেন ছেলে ঝিনুক (অভিমন্যু চট্টোপাধ্যায়)। ইনস্টাগ্রামে বড় বড় করে পোস্ট করেছিলেন, নতুন কিছু আসতে চলেছে। কী যে সেই 'নতুন কিছু' তা নিয়ে নেটিজনদের মধ্যে জল্পনা ছিল তুঙ্গে। জল্পনায় দোসর হয়েছিল সাম্প্রতিককালে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) ব্যক্তিগত জীবন উথালপাথালের গুঞ্জন।
তবে এই সন্তান রক্তমাংসের নয়, শ্রাবন্তীর (Srabanti Chatterjee) মানস সন্তান। তাঁর সাধের ফিটনেস ট্রেনিং সেন্টার। মধ্যমগ্রামের স্টার মলে এ বার নিজেই একটি জিম খুলে ফেললেন তিনি। নাম দিলেন, ‘দ্য ফিটনেস এম্পায়ার’। গতকাল ছিল তার-ই উদ্বোধন। খোলা চুল, অফশোল্ডার টপ আর গোলাপি ঠোঁট…কেক কেটে শুরু হল জিমের শুভ যাত্রা। ফেসবুক লাইভ জানান দিচ্ছে, শ্রাবন্তী ছাড়াও উপস্থিত ছিলেন অনেক না-চেনা মুখ। তবে স্বামী রোশনকে দেখা গেল না সেখানে। যা শ্রাবন্তীর বৈবাহিক জীবনে ঝড়ের গুঞ্জনে নতুন করে ঘি ঢালল আবারও।
রোশনের উপস্থিতি দেখা না গেলেও শ্রাবন্তী ছিলেন চেনা পরিচিত ছন্দেই। কখনও পাশের মানুষটিকে আদরে কেক খাওয়ালেন আবার কখনও বা মেতে উঠলেন অতিথি আপ্যায়নে। ফেসবুকে সেই সেলিব্রেশনের টুকরো ছবি শেয়ার করে শ্রাবন্তীর পোস্ট, “আজ দিনটা খুব স্পেশাল। প্রথম বার নিজে কিছু শুরু করেছি। দ্য ফিটনেস এম্পায়ার আমার দ্বিতীয় সন্তান। এই নতুন যাত্রায় সবার শুভ কামনা চেয়ে নিচ্ছি”।
প্রসঙ্গত শ্রাবন্তীর স্বামী রোশনও একটি জিমের মালিক। মাস কয়েক আগে যার উদ্বোধন করেছিলেন শ্রাবন্তী নিজেই। জিমের ইন্টেরিয়র থেকে শুরু করে খুঁটিনাটি নানা কাজকর্ম…সেরেছিলেন একা হাতেই। এ বার একক ভাবে একই ব্যবসা শুরু করায় রোশন এবং তাঁর সম্পর্কের টানাপড়েন যেন আরও স্পষ্ট হয়ে উঠল।
দিন কয়েক আগেই আচমকাই রোশন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করে নেন, একসঙ্গে আর থাকছেন না তাঁরা। কেন? তা নিয়ে অবশ্য মুখ খোলেননি তিনি। ঠিক যেমন মুখ খোলেননি শ্রাবন্তী নিজেও। ইনস্টা থেকে স্বামীর সঙ্গে ছবি উধাও হলেও তাঁর ফেসবুক ডিপিতে এখনও উজ্জ্বল রোশন। গতবারের সিঁদুর খেলা আর আদরের ছোঁয়া স্পষ্ট সেই ছবিতে। স্বামী-স্ত্রীর ‘সাধারণ’ মনকষাকষি নাকি সত্যিই সমস্যা গুরুতর তা নিয়ে চর্চা অব্যাহত। এরই মধ্যে শ্রাবন্তীর জিমের নতুন পথ চলা। তবে প্রশ্ন একটাই, ঝিনুক যে বলেছিলেন, ‘নতুন কিছু আসছে’ তা কি এই জিমের কথাই? নাকি সত্যিই আরও বড় কোনও খবর ফাঁস হতে চলেছে খুব শীঘ্রই?