জোড়া মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন শ্রাবন্তী
দু'দিন আগেই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে গেরুয়া শিবির থেকে টিকিট পেয়েছেন শ্রাবন্তী। টিভিনাইন বাংলাকে উচ্ছ্বসিত শ্রাবন্তী জানিয়েছিলেন, বেহালার মেয়ে তিনি। ছোটবেলা কেটেছে সেখানেই। স্কুলও সেখানেই। তাই সেখান থেকেই মনোনয়ন পেয়ে খুশি তিনি।
সোশ্যাল মিডিয়ায় খুলে ফেলেছেন নতুন পেজ। নাম ঘোষণার পর দিন থেকেই নেমে পড়েছে প্রচারেও। শনিবার বেহালার জোড়া মন্দিরে পুজো দিয়েই প্রচার শুরু করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
দু’দিন আগেই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে গেরুয়া শিবির থেকে টিকিট পেয়েছেন শ্রাবন্তী। টিভিনাইন বাংলাকে উচ্ছ্বসিত শ্রাবন্তী জানিয়েছিলেন, বেহালার মেয়ে তিনি। ছোটবেলা কেটেছে সেখানেই। স্কুলও সেখানেই। তাই সেখান থেকেই মনোনয়ন পেয়ে খুশি তিনি। এ দিন সকালে শিব মন্দির এবং লোকনাথ মন্দিরে পুজো দিয়েই ভোট প্রচার শুরু করলেন তিনি। হাতে তুলি তুলে নিয়ে করলেন দেওয়াল লিখনও। পদ্মে করলেন রং। দেখা করলেন এলাকাবাসীর সঙ্গেও। কপালে গেরুয়া টিকা, গলায় উত্তরীয়, পায়ে স্নিকার– ভোট যুদ্ধের জন্য তৈরি শ্রাবন্তী।
দেখুন শ্রাবন্তীর প্রচারের কিছু ছবি
আসন্ন বিধানসভা নির্বাচনে শ্রাবন্তীর বিপরীতে তৃণমূলের তরফে টিকিট মিলেছে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। বেহালা পশ্চিম কেন্দ্রে এর আগে চারবার তৃণমূলের প্রার্থী হয়েছেন পার্থ। তাঁর রাজনৈতিক কেরিয়ার বলছে, ২০০৬ সালে গোটা রাজ্যে বামফ্রন্টের ব্যাপক জয় হওয়া সত্ত্বেও ওই কেন্দ্রে জিতেছিলেন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়। কোথাও গিয়ে তা কি শ্রাবন্তীর প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় অন্তরায় হতে পারে?
শ্রাবন্তীর উত্তর, “আমি সত্যিই তো নতুন। দেখা যাক। বেহালার মানুষের ওপর বিশ্বাস আছে। লড়াই তো সবে শুরু হয়েছে।” শ্রাবন্তী আরও যোগ করেন, “বেহালার আমাদের বাড়িকে সবাই চেনে। চট্টোপাধ্যায় বাড়ি। আমার দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তাঁরই নাতনি আমি। আমি নায়িকা হওয়ার আগে থেকেই বেহালাবাসী আমায় ভালভাবে চেনে। বেহালা গেলেই মনে হয় নিজের ঘর।” বেহালা পশ্চিমে ঘরের ‘মেয়ে’ নাকি ‘ছেলে’– ভোটের ময়দানে এগিয়ে থাকবেন কে? জানা যাবে আগামী ২ মে।