মলদ্বীপ ট্রিপে কত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন? প্রথম বার মুখ খুললেন শ্রীময়ী
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে করেন কাঞ্চন-শ্রীময়ী। তাঁর ঠিক কয়দিন পর অর্থাৎ ২ মার্চ সামাজিক বিয়েটাও সেরে ফেলেন তাঁরা। সন্তান আসে ২ নভেম্বর। এ হিসেব আগেই পেয়েছে নেটিজেন। সামাজিক বিয়ের আগেই তাঁর গর্ভবতী হওয়া নিয়ে চলেছে জোর আলোচনাও।
মাস কয়েক আগে মালদ্বীপে হনিমুন সারতে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ– ছবি দেখে এমনটাই ভেবেছিল নেটিজেন। তবে সত্যিটা আসলে তা নয়! হনিমুনে যাননি তাঁরা। বরং গিয়েছিলেন বেবিমুনে। সন্তান জন্মানোর পর এই খবর নিজেই প্রকাশ করেছেন শ্রীময়ী। এও জানিয়েছেন তখন ঠিক কত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।
শ্রীময়ী জানিয়েছেন সে সময় পাঁচ মাসের গর্ভবতী ছিলেন তিনি। এও জানিয়েছেন, যে বিমানসংস্থার সঙ্গে তাঁরা গিয়েছিলেন সেখানেও হবু মা’র জন্য ছিল এক মিষ্টি চিঠি। ছবি শেয়ার করে শ্রীময়ী লেখেন, “মালদ্বীপে বেবিমুনের সময় আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। তাএর কাছ থেকে এই উপহার পেয়েছিলাম।”
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে করেন কাঞ্চন-শ্রীময়ী। তাঁর ঠিক কয়দিন পর অর্থাৎ ২ মার্চ সামাজিক বিয়েটাও সেরে ফেলেন তাঁরা। সন্তান আসে ২ নভেম্বর। এ হিসেব আগেই পেয়েছে নেটিজেন। সামাজিক বিয়ের আগেই তাঁর গর্ভবতী হওয়া নিয়ে চলেছে জোর আলোচনাও। তবে সে সব অতীত। আপাতত সদ্যোজাতকে নিয়ে দিন কাটছে অভিনেত্রীর। মেয়ের বাবা হয়ে খুশির জোয়ারে ভাসছেন কাঞ্চন মল্লিকও। সাধারণের কাছে তাঁর কাতর অনুরোধ তাঁর দুই সন্তান (প্রথম পক্ষের সন্তান ওশ)কে যেন কটাক্ষের ভাগীদার করা না হয়।
View this post on Instagram