চোখে লাজুক চাহনি, অবশেষে এ কোন না-দেখা ছবি শেয়ার করলেন শ্রীময়ী?
Sreemoyee Chattoraj: জুটির অসমবয়সের সংসার নিয়ে সাধারণের কৌতুহলের অভাব নেই। কারণ একটাই তাঁর ব্যক্তিগত জীবনের সমীকরণ। যেখানে তৃতীয় বিয়ে করে কাঞ্চন চর্চিত। শ্রীময়ী চট্টোরাজের থেকে তাঁর বয়সের ফারাক বিস্তর। এই জুটি তাঁর অনেকের কাছেই বেমানান।
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ, গত কয়েকমাসে নেটিজ়েনদের চর্চার কেন্দ্রে পাকাপাকি জায়গা করে নিয়েছে। কখনও কড়া ভাষায় সমালোচনা, কখনও আবার প্রশংসা, জুটির অসমবয়সের সংসার নিয়ে সাধারণের কৌতুহলের অভাব নেই। কারণ একটাই তাঁর ব্যক্তিগত জীবনের সমীকরণ। যেখানে তৃতীয় বিয়ে করে কাঞ্চন চর্চিত। শ্রীময়ী চট্টোরাজের থেকে তাঁর বয়সের ফারাক বিস্তর। এই জুটি তাঁর অনেকের কাছেই বেমানান। কিন্তু কাঞ্চন তাঁর সম্পর্ক তাঁর বিষয় নিয়ে বরাবরই সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় সদা সক্রিয় জুটি যদিও কটাক্ষকে খুব একটা পাত্তা দেন না। তাই মাঝে মধ্যেই নানা পোস্ট করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন। এবার বিয়ের সকালের বেশ কিছু ছবি শ্রীময়ী সকলের সঙ্গে শেয়ার করে নিলেন। বৃদ্ধির সেই ছবিতে মিষ্টি শ্রীময়ীর নজর কাড়া লুক মনে ধরল অনেকেরই।
কাঞ্চন যদিও কোনও কটাক্ষকেই গুরুত্ব দিতে চান না। প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন তিনি, যে যাই বলুক, তাতে তাঁর বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, যতক্ষণ তাঁরা সুখে আছেন। কটাক্ষের বন্যা, সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন প্রচুর, তবে দিন দিন কাঞ্চনের উত্তরও যেন বেশ খানিকটা পাল্টে যাচ্ছে। এখন চাঁচাছোলা ভাষায় কথা বলতে দুবারও ভাবেন না কাঞ্চন মল্লিক।
View this post on Instagram
কাঞ্চনের কথায়, তিনি তো সম্পর্ককে সম্মান দিয়েছেন, তবে এমন অনেকেই রয়েছেন, যাঁরা এই সম্পর্কগুলোকে সামনে আনতে চান না বললেই লুকিয়ে রাখেন। তাঁদের হিসেব কে রাখছে? সম্প্রতি চুপ কর-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বললেন, ‘যদি কিছু কিছু সংজ্ঞা, কিছু কিছু করিলে এগুলোকে বিবাহ বলা যেতেও পারে বলে চোখ মেরে বলা যায়, তাহলে এমন এক একজন ২০টা বিয়ে করে বসে আছে, ধরতে পারি তাঁদের। আনঅফিশিয়ালি, ওই যে বললাম, ট্যাবুবাদে, সাইনবোর্ড দেখে লাভ নেই মা।’