এবার নতুন ব্যবসায় গৌরী খান, লকডাউনে প্ল্যান করেছিলেন খোদ শাহরুখ?

Shahrukh-Gauri Restaurant Inside: গৌরী খানের ইন্টেরিয়র ডিজাইনিং-এর ব্যবসা। বিখ্যাত ডেকর সংস্থা। এবার তাঁদের ব্যবসায় নতুন সংযোজন। বলিপাড়ায় রেস্তোরাঁ খুললেন এবার গৌরী খান। ভ্যালেন্টাইন্স ডে-তে এই রোস্তোরাঁ খুলেছেন গৌরী খান।

এবার নতুন ব্যবসায় গৌরী খান, লকডাউনে প্ল্যান করেছিলেন খোদ শাহরুখ?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2024 | 3:21 PM

শাহরুখ খান ও গৌরী খান, বলিউডের অন্যতম চর্চিত জুটি। দাপটের সঙ্গে যাঁরা রাজত্ব করছেন সিনেপাড়ায়। না, কেবল সিনে থেকেই মন্নত পরিবারের উপার্জনে ইতি টানা নয়, তাঁদের রয়েছে একাধিক আয়ের উৎস। প্রাথমিকভাবে রেড চিলিজ় প্রযোজনা সংস্থা তাঁদের। রয়েছে গৌরী খানের ইন্টেরিয়র ডিজাইনিং-এর ব্যবসা। বিখ্যাত ডেকর সংস্থা। এবার তাঁদের ব্যবসায় নতুন সংযোজন। বলিপাড়ায় রেস্তোরাঁ খুললেন এবার গৌরী খান। ভ্যালেন্টাইন্স ডে-তে এই রোস্তোরাঁ খুলেছেন গৌরী খান। যার উদ্বোধনে উপস্থিত ছিলেন, করণ জোহর থেকে শুরু করে ভাবনা পাণ্ডে, প্রমুখেরা। গৌরী খানের এই এশিয়ান রেস্তোরাঁর অন্দরমহল আপনাকে চমকে দেবে। রেস্তোরাঁর নাম দিয়েছেন তিনি তরী।

এবার সেই স্বপ্নের তরী ঘুরিয়ে দেখালেন গৌরী খান। এ যেন এক রাজকীয় ব্যপার। ভেতরের ইন্টেরিয়রের প্রতিটা ঝলকে রয়েছে বিশেষত্ব। যেখানে গালা সেলিব্রেশন থেকে শুরু করে একান্তে সময় কাটানোর অবকাশ, সবটাই রয়েছে মনের মতো। রেস্তোরাঁর অন্দরমহল ঘুরিয়ে দেখানোর সময় গৌরী খান নিজেই বললেন, এটা তাঁর অন্যতম স্বপ্নের এক পদক্ষেপ। যেখানে প্রতিটা জিনিস তিনি নিজে প্ল্যান করে রয়েছেন।

তবে এই প্ল্যানিং-এ কি তিনি একাই ছিলেন? হয়তো নয়। কারণ এক সাক্ষাৎকারে শাহরুখ খানকে বলতে শোনা গিয়েছিল লকডাউনে তিনি অনেক রান্না শিখেছিলেন। দীর্ঘক্ষণ সময় তিনি রান্না ঘরেই কাটাতে পছন্দ করতেন। কারণ তার আগে একের পর এক ছবি তাঁর ফ্লপ হতে দেখা যায়। শাহরুখের কথায়, আমি সথির করেছিলাম ছবি তো চলছে না, আমি রেস্তোরাঁর ব্যবসা করব। রান্না করব। এবার সেই স্বপ্নই সত্যি। তবে কী শাহরুখ গৌরীর সেই লকডাউন পর্ব থেকেই তৈরি প্ল্যান অবশেষে তরীর রূপ নিল?