Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নিত্য বডি শেমিংয়ের শিকার! ২৪ বছরে কেমন ছিলেন দেখালেন শুভশ্রী

Subhashree Ganguly: তাঁর চেহারা নিয়ে আজও চলে আলোচনা। নায়িকাকে শুনতে হয়েছে, “মোটা হয়ে গিয়েছ! আর হিরোইন মানাবে না। এবার থেকে শুধু মায়ের চরিত্রে অভিনয় করতে হবে।”

নিত্য বডি শেমিংয়ের শিকার! ২৪ বছরে কেমন ছিলেন দেখালেন শুভশ্রী
২৪-এ কেমন ছিলেন দেখালেন শুভশ্রী
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2024 | 9:03 PM

শুভশ্রী গঙ্গোপাধ্যায়– বাংলার প্রথম সারির অভিনেত্রী তিনি। অভিনেত্রীর ভক্তসংখ্যা যেমন আকাশছোঁয়া, ঠিক তেমনই তাঁকে নিয়ে চর্চারও শেষ নেই। দ্বিতীয় বার মা হয়েছেন সদ্য। প্রথম সন্তান জন্ম দেওয়ার পর থেকেই বারেবারে বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে তাঁকে। উঠেছে বোটক্সে অভিযোগও। মা হয়েছেন, তাই ওজন বেড়েছে, এসেছে শারীরিক পরিবর্তনও। তবে চিরকাল এমনটা ছিলেন না তিনি। ২০০৬ সালে এক মডেল হান্ট শো-য়ে বিজয়ী শুভশ্রী বাংলায় কেরিয়ার শুরু করেন ২০০৮ সালে। শুভশ্রী মানেই ছিপছিপে, তন্বী, শ্যামলা, দীর্ঘদেহী এক নায়িকা। ২৪ বছর বয়সে কেমন দেখতে ছিলেন তিনি, এক ট্রেন্ডে গা ভাসিয়ে সেই স্মৃতিই ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে। মেদহীন শরীরে তাঁকে যেন চেনাই দায়! নায়িকার রূপে মুগ্ধ তাঁর ভক্তরা।

তাঁর চেহারা নিয়ে আজও চলে আলোচনা। নায়িকাকে শুনতে হয়েছে, “মোটা হয়ে গিয়েছ! আর হিরোইন মানাবে না। এবার থেকে শুধু মায়ের চরিত্রে অভিনয় করতে হবে।” অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ করায় শুনতে হয়েছে, ‘বাচ্চার দিকে নজর দাও’। বা শুনতে হয়েছে, বোটক্স করে করে মুখের তো বারোটা বাজিয়ে দিয়েছ। সেই সব সমালোচনার জবাবে কিছু দিন আগেই মুখ খুলেছিলেন তিনি। দেখিয়েছিলেন মধ্যমা। তা নিয়েও আলোচনা কম হয়নি। যদিও শুভশ্রী কটাক্ষকে কবেই বা পাত্তা দিয়েছেন?

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে দ্বিতীয় বার মা হয়েছিলেন শুভশ্রী। কোল আলো করে এসেছে তাঁর মেয়ে ইয়ালিনি। জন্মের দুই মাস পরেই ফের কাজে ফিরেছেন তিনি। বুদ্ধদেব গুহের উপন্যাস অবলম্বনে ‘বাবলি’তে দেখা যাবে তাঁকে। ওই ছবিতে তিনি ছাড়াও রয়েছেন আবির চট্টোপাধ্যায়।