Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মায়ের পারলৌকিক ক্রিয়া, সেলফি দিয়ে কটাক্ষের মুখে সুদীপা

Sudipa Chatterjee: নিজের ইনস্টা স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন সুদীপা। মায়ের ছবির সামনে বিষণ্ণ বদনে বসে আছেন তিনি। চোখে মুখে ক্লান্তি ও মন খারাপের ছাপ স্পষ্ট। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ক্যামেরাকে সেলফি মোডে রেখে মা ও তাঁর ছবি শেয়ার করছেন সুদীপা।

মায়ের পারলৌকিক ক্রিয়া, সেলফি দিয়ে কটাক্ষের মুখে সুদীপা
সেলফি দিয়ে কটাক্ষের মুখে সুদীপা
Follow Us:
| Updated on: Jan 23, 2024 | 2:31 PM

এ বছর শুরুতেই সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের জীবনে ঘটে গিয়েছে বড় অঘটন। হারিয়েছেন মা’কে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তাঁর মা দীপালি মুখোপাধ্যায়। গত শনিবার রাতে কলকাতায় নিজের বাড়িতেই মারা যান তিনি। হিন্দু নিয়ম অনুযায়ী চার দিনের মাথায় মায়ের পারলৌকিক ক্রিয়া করেছেন সুদীপা। মায়ের ছবির সামনে ফুল-মালা দিয়ে করেছেন শ্রদ্ধাজ্ঞাপন। সব ঠিকই চলছিল। তবে আচমকাই ছন্দপতন! ব্যাপক ভাবে সমালোচিত হতে হল তাঁকে। কী এমন করেছেন সুদীপা?

নিজের ইনস্টা স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন সুদীপা। মায়ের ছবির সামনে বিষণ্ণ বদনে বসে আছেন তিনি। চোখে মুখে ক্লান্তি ও মন খারাপের ছাপ স্পষ্ট। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ক্যামেরাকে সেলফি মোডে রেখে মা ও তাঁর ছবি শেয়ার করছেন সুদীপা। আর তাতেই চটেছেন নেটিজেনদের একটা বড় অংশ। ওই ভিডিয়োর স্ক্রিনশট ভাইরাল হয়েছেন সামাজিক মাধ্যমে। নেটিজেনদের একটা বড় অংশের প্রশ্ন, “মন খারাপও আজকাল ছবি দিয়ে বোঝাতে হচ্ছে”? সংখ্যায় কম হলেও সুদীপা পাশে পেয়েছেন কিছু শুভান্যুধায়ীকেও। তাঁদের পাল্টা যুক্তি, ‘ওঁকে যারা ভালবাসেন তাঁরা ওঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চান। সেই কারণেই ওই ভিডিয়ো শেয়ার। আপনার না পছন্দ হলে দেখবেন না।” সুদীপা যদিও এই ট্রোলিং নিয়ে এখনও কিছু বলেননি। মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি।

গত বছর মে মাসে মাসে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন সুদীপার মা। তার তিন মাসের মাথায় ফের সেরিব্রাল অ্যাটাক। যদিও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বাড়িও ফিরে এসেছিলেন তিনি/ তবে শেষরক্ষা হল না। চলে যান তিনি। মায়ের মৃত্যুর পর সুদীপা একটি পোস্ট করেছিলেন। কবিগুরুর গানের লাইন ধার করে লিখেছিলেন, ““যদি থাকি কাছাকাছি- দেখিতে না পাও…”