বাগদান সেরে ফেললেন গায়ক-অভিনেতা সুগন্ধা মিশ্র, পাত্র কে জানেন?
সুগন্ধা এবং সঙ্কেতের প্রেমের শুরু ২০১৭ নাগাদ। শোনা যায় বিয়ের কথাও। যদিও সে সময় গোটা বিষয়টিকে একেবারেই অস্বীকার করেছিলেন সুগন্ধা। পরিষ্কার জানিয়েছিলেন সঙ্কেত তাঁর ভাল বন্ধু। 'গুড ফ্রেন্ড'ই বর হতে চলেছেন অবশেষে।
চুপিসারেই বাগদান সেরে ফেললেন ছোট পর্দার জনপ্রিয় গায়ক-অভিনেতা এবং একইসঙ্গে ঘোষক সুগন্ধা মিশ্র। তাঁর হবু বর কমেডিয়ান সঙ্কেত ভোঁশলে। নিজেই এ কথা জানিয়েছেন সুগন্ধা। সঙ্কেতের সঙ্গে আদরের ছবি শেয়ার করে লিখেছেন, “সারা জীবনের জন্য”। শুধু সুগন্ধাই নন, ছবি শেয়ার করেছেন সঙ্কেতও। এই মাসেরই ২৬ তারিখ বিয়ে করতে চলেছেন তাঁরা।
ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বার্তায় ভেসেছে ওঁদের ইনস্টাগ্রামের দেওয়াল। নেহা কক্কর থেকে জোনিতা গান্ধী– শুভেচ্ছা জানিয়েছেন সুগন্ধা-সঙ্কেতকে।
সুগন্ধা এবং সঙ্কেতের প্রেমের শুরু ২০১৭ নাগাদ। শোনা যায় বিয়ের কথাও। যদিও সে সময় গোটা বিষয়টিকে একেবারেই অস্বীকার করেছিলেন সুগন্ধা। পরিষ্কার জানিয়েছিলেন সঙ্কেত তাঁর ভাল বন্ধু। ‘গুড ফ্রেন্ড’ই বর হতে চলেছেন অবশেষে।
আরও পড়ুন- করোনা আক্রান্ত রেজওয়ান, বাড়ি থেকেই করেছেন শুট
View this post on Instagram
আরও পড়ুন- করোনা মুক্ত হলেন শ্রুতি, শেয়ার করলেন কোভিড রিপোর্ট
সুগন্ধার উত্থান ছোট পর্দা থেকে। এক গানের রিয়ালিটি শো-তে প্রতিযোগী হিসেবে গিয়েছিলেন তিনি। সেখানে যদিও জয়ী হননি। কিন্তু তাঁর অভিনয়ের ক্ষমতা নজরে এসেছিল নির্মাতাদের। শো শেষ হয়ে গেলেও হারিয়ে যাননি সুগন্ধা। গানের পাশাপাশি অভিনয়ও চলতে থাকে পুরদমে। কপিল শর্মার শো-য়েরও উল্লেখযোগ্য অংশ ছিলেন তিনি। পরবর্তীকালে যদি কপিল এবং সুনীল গ্রোভারের মনোমালিন্যর কারণে সেই শো ছেড়ে দেন সুগন্ধা। ‘কভি খুশি কভি গাম’ গেয়ে সুগন্ধার লতা মঙ্গেশকরের মিমিক্রি আপনার নিশ্চয়ই মনে আছে?
<
View this post on Instagram
অন্যদিকে সঙ্কেত কমেডিয়ান হওয়ার পাশাপাশি একজন ডাক্তারও। সঞ্জয় দত্ত এবং সলমন খানের মিমিক্রিতে তাঁর জুড়ি মেলা ভার। স্বামী-স্ত্রী দু’জনেই গুণী। ভক্তরা বলছে, “একেই বোধহয় কাপল মেড ইন হেভেন বলে”।