তিক্ততা ভুলে কপিল শর্মার শো’য়ে আবার ফিরছেন ‘ডক্টর গুলাটি’ সুনীল গ্রোভার? 

বেশ কয়েক বছর আগের ঝামেলা। কিন্তু ভোলেননি কেউই ! সম্প্রতি শোনা যাচ্ছিল কমেডিয়ান কপিল শর্মার শো-য়ে নাকি পুরনো তিক্ততা ভুলে ফিরতে পারেন অভিনেতা-কমেডিয়ান সুনীল গ্রোভার। সত্যিই কী তাই?

তিক্ততা ভুলে কপিল শর্মার শো'য়ে আবার ফিরছেন 'ডক্টর গুলাটি' সুনীল গ্রোভার? 
মঞ্চে দুজনে,।
Follow Us:
| Updated on: Feb 18, 2021 | 1:36 PM
বেশ কয়েক বছর আগের ঝামেলা। কিন্তু ভোলেননি কেউই ! সম্প্রতি শোনা যাচ্ছিল কমেডিয়ান কপিল শর্মার শো-য়ে নাকি পুরনো তিক্ততা ভুলে ফিরতে পারেন অভিনেতা-কমেডিয়ান সুনীল গ্রোভার। কিন্তু না, সে রকম কোনও সম্ভাবনাই আর নেই, জানাচ্ছে মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম। সুনীলের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, এখনও পর্যন্ত সলমন খানের তরফে সুনীল গ্রোভারের কাছে কোনও ফোন যায় নি। প্রসঙ্গত, ওই হিট কমেডি শো’র প্রযোজক সলমন খান।
ঠিক কী হয়েছিল সুনীল এবং কপিলের মধ্যে?
সাল ২০১৪। কপিল শর্মার কমেডি শো’তে সুনীলের চরিত্রের নাম ছিল গুট্টি। সুনীলের অভিনয়, সুক্ষ্ম রসবোধ সহজেই আপন করে নিয়েছিল দর্শকদের। তাঁর চরিত্র ব্যাপক সাড়া ফেলে গোটা দেশে। শোনা যায়, সেই সময়েই নাকি নিজের বেতন বাড়ানোর আবেদন জানান সুনীল। কিন্তু রা খারিজ হয়ে যায়। এর পরেই সুনীল নিজের শো ‘ম্যাড ইন ইন্ডিয়া লঞ্চ করেন। তাতে মনঃক্ষুণ্ণ হন কপিল শর্মা। তিনি বলেন, “সুনীলের শো ছেড়ে যাওয়া উচিত হয়নি। আমি সব সময় আমার শো’র প্রত্যেক সদস্যর খবরাখবর রাখি। আমার মনে হয় ওর আশেপাশের মানুষ ওকে ছেড়ে দিতে উস্কানি দিয়েছে।”
সুনীল নিজের শো শুরু করলেও তা সাড়া ফেলেনি। কপিল-সুনীল ম্যাজিক খুঁজছিল জনতা। কপিলের শো’রও টিআরপি কমতে থাকে অন্যদিকে সুনীলও একা একা দাঁড় করাতে পারেননি শো। এর পরেই আবার কপিলের শো’তে ফিরে আসেন সুনীল। এ বার ডক্টর গুলাটির চরিত্রে। সব ভালই চলছিল। ছন্দপতন হয় ২০১৭তে। ইন্ডাস্ট্রির সূত্রের খবর, অপ্রকৃতস্থ অবস্থায় এক সহকর্মীর গায়ে হাত তুলতে উদ্যত হওয়ায় কপিলকে বাধা দেন সুনীল। কপিল উল্টে চড়াও হন সুনীলের উপর। শোনা যায়, হাতাহাতিও নাকি হয়েছিল। এর পরেই কপিলের শো ছেড়ে বেরিয়ে আসেন সুনীল।
এর পর সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করেন কপিল। সুনীলকে ট্যাগ করে তিনি লেখেন, “পাজি যদি তোমায় অনিচ্ছাকৃত ভাবে আঘাত করে থাকি তবে আমি ক্ষমা চাইছি। আমিও খুব আপসেট। ভালবাসি সবসময়।” পাল্টা সুনীল লেখেন, “ভাই, তুমি আমায় আঘাত দিয়েছ। তোমার সঙ্গে কাজ করা মানে অনেক কিছু শেখা। শুধু একটাই উপদেশ দিচ্ছি, পশু ছাড়াও মানুষদেরও সম্মান করতে শেখো। তোমার মতো সাফল্যের মুখ হয়তো সবাই দেখেনি। সবার হয়তো তোমার মতো গুণও নেই্‌… যদি সবাই তোমার মতো গুণী হয় তবে তোমার গুণের কদর করবে কে?  তোমার এতটা ক্ষমতা যে তোমার শো”তে তুমি যখন তখন যাকে তাঁকে বের করে দিতে পার, তা আরও একবার আমায় মনে করানোর জন্য ধন্যবাদ। ‘ভগবান’-এর মতো আচরণ কোরো না। নিজের খেয়াল রেখো।”
যদিও কপিলের প্রথম সন্তান জন্মাবার পর শুভেচ্ছা জানিয়েছিলেন সুনীল। শোনা যাচ্ছে, দু’জনের মধ্যে নাকি এখন কথাও হয় অল্পস্বল্প। কিন্তু শো-য়ে ফেরার কোনও সম্ভাবনাই এখন তাঁর নেই, জানাচ্ছে তাঁরই ‘কাছের লোক’।