শোভনের জন্মদিন, কীভাবে সেলিব্রেট করলেন স্বস্তিকা?
শোভনকে নিয়ে আর খুব একটা লুকোচুরি নেই স্বস্তিকার। সেজন্যই বিশেষ ছবির ক্যাপশনে তিনি লিখতে পারেন, ‘বি দিস, ফরএভার অ্যান্ড এভার’।
শোভনের (Shovan Ganguly) জন্মদিন। স্বস্তিকা (Swastika Dutta) তা আলাদা করে সেলিব্রেট করবেন না, তা আবার হয় নাকি? জমাটি সেলিব্রেশন তো হবেই। কারণ গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী স্বস্তিকা দত্তের বিশেষ সম্পর্কের কথা ইন্ডাস্ট্রিতে এখন আর কারও অজানা নয়।
আজ শোভন বার্থডে বয়। গতকাল রাত থেকেই শুরু হয়েছে সেলিব্রেশন। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কেক কাটলেন তিনি। সেই বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গে শেয়ারও করেছেন স্বস্তিকা।
শোভনকে নিয়ে আর খুব একটা লুকোচুরি নেই স্বস্তিকার। সেজন্যই বিশেষ ছবির ক্যাপশনে তিনি লিখতে পারেন, ‘বি দিস, ফরএভার অ্যান্ড এভার’।
View this post on Instagram
শোভন এবং স্বস্তিকার প্রেম নিয়ে এই কয়েক মাস আগেও উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। রটেছিল নানা ফেক নিউজও। ফেব্রুয়ারির শেষে সোশ্যাল মিডিয়ায় শোভনের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন স্বস্তিকা। লাল পাঞ্জাবিতে শোভন আর শাড়িতে তিনি। হাসি-হাসি মুখ, স্বস্তিকার হাত ছুঁয়ে যাচ্ছে শোভনের পাঞ্জাবি। ব্যাক গ্রাউন্ডে আলো-আঁধারি কলকাতা যেন ভালবাসার রঙে যোগ করেছে অন্য মাত্রা। শোভনও একই ছবি শেয়ার করেছিলেন তাঁর ফেসবুক প্রোফাইলে। ক্যাপশনে শোভন লিখেছিলেন, “দুই দিয়ে গুন-দ্বিগুণ”। আর স্বস্তিকার ছোট্ট উত্তর, “হ্যাঁ”।
আরও পড়ুন, পাঁচ বছর বিবাহিত জীবনের পর বিচ্ছেদের ঘোষণা কীর্তির
কীসের ‘হ্যাঁ’? প্রেম প্রস্তাবের? টিভিনাইন বাংলার কাছে প্রথম বার মুখ খুলেছিলেন স্বস্তিকা। বলেছিলেন, “ছবিটা তোলার সময় শোভন বলল ‘আরে একটু হাস’, তখনই হ্যাঁ বলেছিলাম ওকে।” শুধুই কি হাসিতে সম্মতি? কথাতেই তো বলে, “হাসি তো ফাঁসি”। স্বস্তিকার উত্তর, “ওর সব কিছুতেই হ্যাঁ বলি আমি। তাই এ বারেও হ্যাঁ।” আর প্রেমে, সেখানেও হ্যাঁ? “ওই যে বলে না তিনটে ম্যাজিকাল শব্দ, কেউ কোনওদিনও বলিনি কাউকে” বলেছেন অভিনেত্রী।