‘সম্পর্কে’ শন-স্বস্তিকা! পুরনো রটনা-প্রেম ভুলে নতুন ‘জুটি’ নাকি তাঁরাই
Sean-Swastika: ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার আগেই বাতাসে নাকি বহিছে প্রেম। এবং সেই প্রেমের সম্পর্কে নাকি জড়িয়েছেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় এবং স্বস্তিকা দত্ত। তাঁরা কি সত্যিই প্রেমে নাকি কেবলই বন্ধুত্ব। জানেন তাঁরাই। তবে বডি ল্যাঙ্গুয়েজ বলছে অন্য কথা।

বাংলা সিরিয়ালের দুই জনপ্রিয় অভিনেতা তাঁরা। একজন সুপ্রিয়া দেবীর ছোট নাতি। অন্যজন তারকা পরিবার থেকে না এলেও অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করে ফেলেছেন। একজন শন বন্দ্যোপাধ্যায় এবং অন্য একজন স্বস্তিকা দত্ত। দু’জনের কেউই এখন কোনও সিরিয়ালে অভিনয় করছেন না। কিন্তু তাঁরা নাকি প্রেমে আছেন একে-অপরের। তেমনটাই বাতাসে রটেছে।
একটি ফটোশুট করেছিলেন শন-স্বস্তিকা। সেই ফটোশুট থেকে বেরিয়ে আসার পর স্বস্তিকার মন্তব্য ছিল তাঁর ভীষণ গরম লাগছে। দুই অভিনেতার শরীরী ভাষায় এমন এক ব্য়াপার নাকি ছিল, যা দেখে নেটিজ়েনদের মনে হয়েছে, তাঁরা বিশেষ কোনও ‘সম্পর্কে’ জড়িয়ে পড়েছেন। সেই সম্পর্ক যে ‘প্রেম’ই, সে ব্যাপারেই নেটিজ়েনদের একাংশ একশো ভাগ নিশ্চিত। আর শন-স্বস্তিকা। তাঁরা কী বলছেন? এ ব্যাপারে এখনও পর্যন্ত কেউ মুখ খুলতে চাননি।
‘মন ফাগুন’ ধারাবাহিকে শেষবার কাজ করেছিলেন শন। সেই সিরিয়ালে তাঁর নায়িকা সৃজলা গুলোর সঙ্গে রটেছিল গুঞ্জন। সেসময় অভিনেতা রোহন ভট্টাচার্যর সঙ্গে তাঁর প্রেম ভাঙে এবং বলা হয় শনই কারণ। কিন্তু শন এ ব্যাপারে TV9 বাংলাকে বলেছিলেন যে, তেমন কোনও ব্যাপারই নাকি ছিল না। সবটাই রটনা।
অন্যদিকে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে স্বস্তিকার সম্পর্ক ছিল সর্বজনবিদিত। সেই সম্পর্ক বেশ আলোচিত ছিল। কিন্তু সময় যেতেই সেই সম্পর্কও ভাঙে। এই মুহূর্তে শোভন নাকি মনে আছেন অভিনেত্রী সোহিনী সরকারের প্রেমে। সরাসরি স্বীকার না করলেও, আকারে ইঙ্গিত দিয়েছেন তাই।





