Bengali Serial TRP: কোন জুটির প্রেমে এখনও মজে দর্শক, নম্বরের খেলায় দ্বিতীয় স্থানে ফিরে এল কে?
Bengali Serial TRP: দেবশ্রী রায় অভিনীত 'সর্বজয়া' শেষ। যাওয়ার আগে এর প্রাপ্ত নম্বর ছিল ৪.৫। রাত ৯টার এই স্লটে এবার থেকে দেখা যাবে 'এই পথ যদি না শেষ হয়'।
নাহ, আজও বাঙালির মন থেকে উত্তমকুমার দূরে যেতে পারেননি। ধূতি-পাঞ্জাবিতে নাতি গৌরব চট্টোপাধ্যায়ের মধ্যে দাদুর ছাঁয়া দেখতে পান টেলিভিশনের অনেক দর্শকরাই। তাই যেই গৌরব প্রেমিকরূপে ধরা দিলেন, অনস্ক্রিন বউ শোলাঙ্কিকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়ি ফিরিয়ে আনলেন, অমনি দর্শক তাঁকেই পুনরায় বেঙ্গল টপার থেকে নামতে দিলেন না। তাই গত সপ্তাহ (৭.৫) থেকে বেশি নম্বর নিয়ে (৮.৫) এই সপ্তাহেও এক নম্বরে স্টার জলসার ‘গাঁটছড়া’ মেগা ধারাবাহিক। মায়ের সঙ্গে বিরোধ করে বউ খড়িকে ভালবাসতে শুরু করেছে ঋদ্ধিমান। গৌরবের রোম্যান্টিক সত্ত্বা দর্শকদের মনে ধরেছে। তিনি টেলিভিশনের রোম্যান্টি নায়কের তকমা অনেকদিন ধরেই নিয়ে রেখেছেন। সেটা আবারও প্রমাণিত হল।
কিন্তু কী হল ‘মিঠাই’-এর? মিঠাই আর উচ্ছেবাবুর প্রেম কমে গিয়েছে ধারাবাহিকে তাই দর্শক কি আর পছন্দ করছে না নতুন ট্রাক? না, তা ঠিক নয়। গত সপ্তাহ (৭.৩) থেকে বেশি নম্বর নিয়ে (৮.১) এই সপ্তাহে নিজের দ্বিতীয় স্থানটি ধরে রেখেছে মিঠাই-সিদ্ধ। জি বাংলার এই ধারাবাহিকের সঙ্গে ৮ টার স্লটে চলে স্টার জলসায় ‘ধুলোকণা’ মেগা ধারাবাহিকটি। মে মাসের প্রথম সপ্তাহে বেঙ্গল টপার হলেও দ্বিতীয় সপ্তাহে নিজেদের স্থান হারিয়ে ছিলেন মানালি-ইন্দ্রাশীষ। ৭.১ নম্বর নিয়ে তৃতীয় স্থানে চলে আসে এই ধারাবাহিক। তবে এই সপ্তাহে লালন-ফুলঝুড়ি ৮.১ নিয়ে’ মিঠাই’-এর সঙ্গে দুই নম্বরের জায়গাটা ভাগ করে নিয়েছে। অর্থাৎ ৮টার স্লটটি দুটি সিরিয়াল নিজেদের মধ্যে ভাগাভাগিতে চলেছে।
‘ধুলোকণা’ দ্বিতীয় স্থানে উঠে যাওয়ায় এর ধাপ করে এগোল ‘গৌরি এল’ (৭.৮) আর ‘আলতা ফড়িং’ (৭.৭)। তৃতীয়, চতুর্থ স্থান এদের। ‘লক্ষ্মী কাকিমা’ ৬.৯ নম্বর নিয়ে পঞ্চম স্থানে। ‘উমা’ নিজের পঞ্চম স্থান হারিয়ে ষষ্ঠ স্থানে। এই ধারাবাহিকের সঙ্গে একই নম্বর ৬.৬ নম্বর নিয়ে প্রতিদ্বন্দ্বী চ্যানেলের দুটি ধারাবাহিক ‘মন ফাগুন’ আর ‘আয় তবে সহচরী’ রয়েছে ষষ্ঠ স্থানে।
৬.১ নম্বর নিয়ে ‘পিলু’ আর ‘অনুরাগের ছোঁয়া’ রয়েছে সপ্তম স্থানে। ‘লালকুঠী’ আর ‘বৌমা একঘর’ দুটো ধারাবাহিক একসঙ্গে শুরু হয় দুটি চ্যানেলে। ৪.৬ নম্বর নিয়ে দুটোর স্থান আটে। দেবশ্রী রায় অভিনীত ‘সর্বজয়া’ শেষ। যাওয়ার আগে এর প্রাপ্ত নম্বর ছিল ৪.৫। রাত ৯টার এই স্লটে এবার থেকে দেখা যাবে ‘এই পথ যদি না শেষ হয়’। এরও প্রাপ্ত নম্বর ৮.৫। কৌশিক সেনের ‘গোধূলী আলাপ’ ধারাবাহিকের নম্বরও এক। তিনটি ধারাবাহিক নবম স্থানে রয়েছে।